আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ
আপডেট: ১১:৪৭, ৮ নভেম্বর ২০২২
বিষাক্ত সিরাপ খেয়ে ১৯৫ শিশুর মৃত্যু
সিরাপ। প্রতীকী ছবি
ইন্দোনেশিয়ায় বিষাক্ত সিরাপ খেয়ে গুরুতর কিডনি জটিলতায় ভুগে শিশু মৃত্যুর ঘটনা আরো বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে।
সোমবার (৭ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাহরিল জানান, কিডনি বিকল হয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইন্দোনেশিয়ার ২২টি প্রদেশে ১৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনার জেরে গত আগস্টে দেশটির সরকার সব ধরনের সিরাপ ও তরলজাতীয় ওষুধ বিক্রি বন্ধ করে দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ৩২০ জন অসুস্থ শনাক্ত করা হয়েছে। এরমধ্যে ২৭ জন হাসপাতালে ভর্তি। আক্রান্ত শিশুদের বেশির ভাগই পাঁচ বছরের কম বয়সী।
গত ২১ অক্টোবর দেশটি ১৩৩ জনের মৃত্যুর খবর জানিয়েছিল।
সরকার জানিয়েছে, কিছু সিরাপে এমন উপাদান পাওয়া গেছে, যা কিডনিতে গুরুতর জটিলতার সৃষ্টি করে। এরমধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণ ইথিলিন গ্লাইকোল এবং ডাইথাইলিন গ্লাইকোল। এই দুই যৌগ এন্টিফ্রিজের মতো শিল্প পণ্যে ব্যবহৃত হয়।
মন্ত্রণালয় জানায়, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া এরইমধ্যে এই রোগের প্রতিষেধক দিয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় খাদ্য ও ওষুধ সংস্থা গত মাসে পাঁচটি সিরাপের নাম দিয়েছে। এসবে বিপজ্জনক মাত্রার ক্ষতিকারক পদার্থ রয়েছে। ওষুধগুলো বাজার থেকে সরিয়ে ফেলার এবং ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ তিনটি স্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানির তদন্ত শুরু করেছে। তাদের মধ্যে দুটি অস্থায়ীভাবে সিরাপ ওষুধ তৈরির লাইসেন্স হারিয়েছে।
এদিকে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত মাসে ভারত থেকে আমদানিকৃত সিরাপ ওষুধের কারণে সন্দেহভাজন ৭০ শিশুর মৃত্যুর খবর দিয়েছে।
সূত্র: ইকোনমিক টাইমস
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’