আন্তর্জাতিক ডেস্ক
কাতার বিশ্বকাপে মার্কিন সাংবাদিক হ ত্যা র গুঞ্জন!
মারা যাওয়া মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল। (ডানে)
চলছে কাতার বিশ্বকাপের শেষ পর্বের খেলা। কোয়ার্টার ফাইনাল শেষ করে নির্ধারিত হয়ে গেছে সেরা আটের লড়াই। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে সারাবিশ্বেই আলাপ চলেছে তুঙ্গে। কিন্তু এই ম্যাচের দিনই খেলাড় মাঠের বাইরে স্টেডিয়ামে ঘটে গেছে আরেকটি কাণ্ড। প্রখ্যাত মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়াল খেলা চলাকালে মারা যান। স স্বাভাবিকই ছিলো। কিন্তু নিহত সাংবাদিকের ভাই দাবি তোলেছেন তার ভাইকে হ ত্যা করা হয়েছে বলে!
মার্কিন এই সাংবাদিকের তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে গিয়ে জানা গেছে, হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তবে বোমা ফাটালেন ওয়ালের ভাই এরিক। ওয়ালকে হ ত্যা করা হয়েছে বলে তার দাবি।
বার্তা সংস্থা রয়টার্স গ্রান্ট ওয়ালের এজেন্টের বরাত দিয়ে জানায়, লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওয়াল এবং হাসপাতালে নেওয়ার পথে ‘তীব্র যন্ত্রণায়’ ভুগে মারা যান তিনি।
একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, স্টেডিয়ামের প্রেস বক্স এলাকায় ৪৮ বছর বয়সী এই সাংবাদিক পড়ে গিয়েছিলেন। তবে ওয়ালের ভাই এরিকের দাবি, তার ভাইকে হত্যা করা হয়েছে। রেইনবো টিশার্ট পরার কারণে ওয়ালকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি তার।
ওয়ালের ভাই এরিক শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, রেইনবো টিশার্ট পরার জন্য তার ভাইকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। তার ‘সুস্থ’ ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করার পাশাপাশি এর বিচার চান তিনি।
এরিক বলেন, 'আমার কারণেই সে বিশ্বকাপে রেইনবো টিশার্ট পরেছিল। আমি বিশ্বাস করি না, আমার ভাই মারা গেছে। আমি মনে করি, তাকে হত্যা করা হয়েছে।' উল্লেখ্য, এরিক একজন সমকামী।
একসময় স্পোর্টস ইলাস্ট্রেইটেডে কাজ করা ওয়াল পরে অনলাইন প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাকে যোগ দেন। নিজের অষ্টম বিশ্বকাপ কাভার করতে আসা এই সাংবাদিক গত সোমবার সাবস্ট্যাকে করা এক পোস্টে জানিয়েছিলেন, কাতারে তিনি একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল এবং তার ব্রঙ্কাইটিস আছে বলে জানানো হয়েছিল।
এর আগে সমকামীদের প্রতি সমর্থন প্রকাশ করে রেইনবো টিশার্ট পরে কাতারের এক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টাকালে দেশটির নিরাপত্তা কর্মীরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল। পরে এক ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’