Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৩:৫১, ৬ ফেব্রুয়ারি ২০২৩

তরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে শতাধিক নিহত 

ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে অনেক বাড়িঘর। ছবি- ডয়েচে ভেলে

ভূমিকম্পে গুঁড়িয়ে গেছে অনেক বাড়িঘর। ছবি- ডয়েচে ভেলে

তুরস্ক ও সিরিয়ায় রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার  ভূমিকম্প সংগঠিত হয়ে। ভয়াবহ ভূমিকম্পে এরই মধ্যে ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় আজ সোমবার (৬ ফেব্রুয়ারি ২০২৩) ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়।

তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটিতে ৫৩ জন নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির সরকার-নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত ২০০ জন।

সিরিয়ার স্থানীয় একটি হাসপাতাল সূত্র আরও অন্তত আটজন নিহত হওয়ার তথ্য দিয়েছে। ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন উভয় দেশে মানুষ ঘুমে ছিল।

দ্য গার্ডিয়ান জানায়, তুরস্কে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভূমিকম্পের ফলে ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়