আন্তর্জাতিক ডেস্ক
কেমন ছিল এবারের জি-২০ সম্মেলন?
এবছর জি ২০ সম্মেলন ভারতে আয়োজন করা হয়েছে। ছবি- সংগৃহীত
বিশ্বের ২০টি দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সমন্বয়ে গঠিত একটি জোট জি-২০। প্রতিবছর আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা উন্নয়ন সম্পর্কিত নীতি আলোচনার লক্ষ্যে মিলিত হন এসব দেশের প্রতিনিধিরা। এবছরও শেষ হয়ে গেছে সেই আয়োজন। বলা হচ্ছে এবছর বিশ্ব নেতাদের ঐক্যমত ছাড়াই শেষ হয়েছে জি-২০ সম্মেলন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে জি-২০ সম্মেলনের এ আসরেও।
জানা গেছে জি-২০ সম্মেলনে এবছর বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর আর্থিক প্রধানরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে নিন্দা জানাতে যৌথ বিবৃতি প্রদানে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। কারণ চীন ও রাশিয়া এ বিষয়ে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে।
জি-২০ অর্থনৈতিক গ্রুপের বর্তমান সভাপতি ভারত এই সম্মেলনের আয়োজন করে বেঙ্গালুরু শহরে। ভারত যদিও প্রস্তাবটি উত্থাপন করতে চায়নি কিন্তু কোনো ফলাফল আসবে না জেনেও পশ্চিমা দেশগুলোর চাপের মুখে তা তুলে ধরা হয়।
জি-২০ দেশগুলোর ঐকমত্যের অভাবের কারণে এটা বোঝা যাচ্ছে যে, ভারত সভাপতি হিসেবে এই সম্মেলনের সারসংক্ষেপ ও ফলাফলের দলিলে কেবল দুই দিনের আলোচনা ও উল্লেখযোগ্য মতবিরোধের বিষয়ে সারসংক্ষেপ তুলে ধরতে যাচ্ছে।
নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, ‘বেশিরভাগ দেশ জোড়ালোভাবে ইউক্রেন যুদ্ধের নিন্দা জানিয়ে বলেছে, এর ফলে মানবজীবনে তৈরি হয়েছে সীমাহীন দুর্ভোগ এবং তা বৈশ্বিক অর্থনীতির ভঙ্গুর ব্যবস্থাকে আরও বাড়িয়ে তুলছে।’
রাশিয়ার আগ্রাসন নিয়ে যুক্তরাষ্ট্র, তার ইউরোপীয় মিত্র এবং অন্যান্য দেশের উত্থাপিত এ প্রস্তাবে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি ও নিষেধাজ্ঞার বিষয়ে আলাদা মূল্যায়ন ও মতবাদ রয়েছে।’
এবারের সাম্মেলনের ফলাফল গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে যে সম্মেলনটি হয়েছিল তার অনুরূপ। ওই সম্মেলন শেষেও ইন্দোনেশিয়া চূড়ান্ত ঘোষণায় মতপার্থক্যের বিষয়টি স্বীকার করে নেয়।
২০ বছরেরও বেশি সময় আগে বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়েছিল জি-২০। সম্প্রতি সংস্থাটি তাদের দাপ্তরিক কাজের ইশতেহার তৈরিতে ভীষণ সমস্যার মুখোমুখি হচ্ছে, ঐকমত্যে পৌঁছাতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে সংস্থাটিকে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’