আই নিউজ ডেস্ক
ভূমিকম্পের পর সিরিয়ায় স্কুলে যেতে শুরু করেছে শিক্ষার্থীরা
এ বিষয়ে আল জাজিরার একটি প্রতিবেদন। ছবি- সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ছাপ এখনো পুরোপুরি মুছে যায়নি সিরিয়ার আক্রান্ত এলাকাগুলোতে। ভূমিকম্পের পর এখনো স্বাভাবিক হয়নি অনেককিছুই। তবে এ ঘটনার পর এবার স্কুলে যেতে শুরু করেছে সিরিয়ার শিক্ষার্থীরা।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত এই এলাকাটিতে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানার পর গতকাল রোববার (২৬ ফেব্রুয়ারি) খুলে দেওয়া হয় হারেম বয়েজ স্কুলটি।
দশ বছর বয়সী ওয়ার্ড গণমাধ্যম আল জাজিরাকে বলে, ‘আমি খুব খুশি স্কুলে আবার আসতে পেরে কেননা এখানে বন্ধুদের সঙ্গে আমার দেখা হবে।’ ওয়ার্ড জানায় ভূমিকম্পে সে তার পরিবারের কোনো সদস্যকে না হারালেও ক্লাশের এক সহপাঠি এতে মারা গেছে।
ওয়ার্ড বলে, ‘আমার খুবই খারাপ লাগছে যে সে স্কুলে নেই এবং আর কখনোই তার সঙ্গে দেখা হবে না। সে ছিল খুবই স্মার্ট আর আমরা একসঙ্গে অনেক খেলাধুলা করতাম।’
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় স্কুলে আসা শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে ভূমিকম্প আঘাত হানলে নিজেদের বাঁচাতে বাড়িঘর ছেড়ে দ্রুত বের হতে পারে সি বিষয়ে মহড়া দিচ্ছিল।
ইতালিতে নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু
হারেম বয়েজ স্কুলের প্রধান শিক্ষক আহমাদ শেখ আহমাদ জানান, শিশুদের নিরাপত্তার স্বাথে শিক্ষা বোর্ড এই মহড়ার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করছে। আহমাদ বলেন, ‘আমরা তাদের শিখিয়েছি তারা যদি সাইরেন বাজতে শোনে তবে যেন সারিবদ্ধভাবে নীরবে ক্লাশ থেকে স্কুলের মাঠে চলে আসে কেননা এই সমতল জায়গাটিতে সবাই থাকতে পারবে।’
আহমাদ আরও বলেন, ‘আল্লাহ না করুক, যদি শক্তিশালী ভূমিকম্প হয় তবে আমরা তাদের হাত দিয়ে মাথা আড়াল করে ডেস্কের নীচে চলে যেতে বলেছি।’
এই প্রধান শিক্ষক জানান রোববার স্কুলে অর্ধেক শিক্ষার্থী এসেছিল। তিনি মনে করেন স্কুলে আসার কারণে শিশুরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে অবদান রাখতে পারবে।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’