আই নিউজ ডেস্ক
রাম শুধু হিন্দুদের নয়, সবার দেবতা: মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ
রাম শুধু হিন্দুদের নয়, সবার দেবতা বলে মন্তব্য করেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী এবং এনসি প্রধান ড. ফারুক আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে আক্রমণ করে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বিজেপি কেবল ক্ষমতায় থাকার জন্য রামের নাম ব্যবহার করে, তবে রাম একা হিন্দুদের দেবতা নন। শুক্রবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্যান্থার্স পার্টি জম্মুতে একটি সমাবেশের আয়োজন করে। সেখানে ফারুক আবদুল্লাহ বলেন, ‘ভগবান রাম শুধুমাত্র হিন্দুদের দেবতা নন। দয়া করে আপনার মন থেকে এই ধারণাটি দূর করুন। ভগবান রাম সকলেরই দেবতা - সে মুসলিম হোক বা খ্রিস্টান বা আমেরিকান বা রাশিয়ান, যেই তার প্রতি বিশ্বাস রাখে।’
তিনি বলেন, ‘যারা আপনাদের কাছে এসে বলছে আমরাই কেবল রামের শিষ্য - তারা বোকা। তারা রামের নাম বিক্রি করতে চায়। তাদের রামের প্রতি ভালোবাসা নেই, যে ভালোবাসা আছে সেটা ক্ষমতার জন্য।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি যখন জম্মু ও কাশ্মিরে নির্বাচন ঘোষণা করা হবে তখন তারা সাধারণ মানুষের মনোযোগ সরাতে রাম মন্দির উদ্বোধন করবে।’
বিজেপি ছাড়া অন্য দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ঐক্যে কোনও বাধা থাকবে না। কংগ্রেস, এনসি বা প্যান্থার্স যাই হোক না কেন। আমরা মানুষের জন্য লড়াই করব এবং মরব। কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
ভারত-অধিকৃত কাশ্মিরের সাবেক এই মুখ্যমন্ত্রী ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জনগণকে এর ব্যবহার সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধেও তিনি মানুষকে সতর্ক করেন।
ফারুক আবদুল্লাহ বলেন, ‘তারা (বিজেপি) নির্বাচনের সময় ‘হিন্দুরা বিপদে আছে’ কথাটি অনেক বেশি ব্যবহার করবে... তবে আমি আপনাকে এর ফাঁদে না পড়ার জন্য অনুরোধ করছি।’
আরও পড়ুন
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’