Eye News Desk
ইতালিতে সাগরে ভাসছে ১২০০ অভিবাসন প্রত্যাশী
সাগরে দুই নৌকায় ভাসতে থাকা এক হাজার ২০০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারে অভিযান শুরু করেছে ইতালির উপকূলরক্ষী বাহিনী। সোমবার ইতালির উপকূলের কাছ থেকে এই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারের তৎপরতা শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
গত কয়েক দিনে উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রয়টার্স বলছে, ইতালির দক্ষিণাঞ্চলের ক্যালাব্রিয়া উপকূলের আইওনিয়ান সাগরে অন্তত ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি নৌকা ভাসছে। এর আগে এই নৌকাটিকে মাল্টিজের পানিতে দেখা যায়।
সোমবার জার্মান বেসরকারি সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল জানায়, তারা একটি বিমান থেকে মাছ ধরার নৌকাটির অবস্থান শনাক্ত করেছে। ওই এলাকার একটি বাণিজ্যিক জাহাজ বিপদে পড়া নৌকায় জ্বালানি ও পানি সরবরাহ করে। তবে মাল্টিজ কর্তৃপক্ষ নৌকাটির যাত্রীদের উদ্ধারে অভিযান পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
রোববার সকালের দিকে সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়া অভিবাসীদের সহায়তা দেওয়া অ্যালার্ম ফোন বলেছিল, অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে যাত্রা শুরুর পর ভাসতে থাকে। অতিরিক্ত যাত্রী থাকায় নৌকায় পানি উঠে যায়।
তবে এই বিষয়ে মন্তব্য জানতে কয়েকবার অনুরোধ করা হলেও মাল্টিজ কর্তৃপক্ষ সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
সোমবার ইতালির উপকূলরক্ষী বাহিনী সিসিলি দ্বীপের সিরাকুসা থেকে ১২০ মাইল দক্ষিণ-পূর্ব দিকের সাগরে অপর এক অভিযানে ৮০০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী একটি মাছ ধরার নৌকাকে সহায়তা দিয়েছে।
এক বিবৃতিতে উপকূলরক্ষী বাহিনী বলেছে, নৌকায় বিপুল সংখ্যক যাত্রী থাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা জটিল হয়ে পড়েছে।
উপকূলরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বৈরী পরিস্থিতিতে উপকূল থেকে অনেক দূরে চলমান এই দু’টি অভিযান শেষ করতে কয়েক ঘণ্টা সময় লাগবে। এই দুই অভিযানের আগে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ইতালির উপকূলরক্ষী বাহিনী অন্তত ২ হাজার অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’