আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:০১, ১৫ এপ্রিল ২০২৩
জাপানে প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে বিস্ফোরণ
গ্রেফতাকৃত সন্দেহভাজন ব্যক্তি। ছবি- সংগৃহীট
কিছু দিন আগেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে একটি সমাবেশে ভাষণ দেয়ার সময় নিহত হন। এবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার একটি অনুষ্ঠানেও ভাষণ দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ এপ্রিল) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার একটি অনুষ্ঠানে ভাষণ দেয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরুর একটু পরই কিশিদাকে লক্ষ্য করে একটি নলসদৃশ বস্তু ছুঁড়ে দেয়া হয়। পরে সেখান থেকে একটি বিস্ফোরণেরও শব্দ শোনা যায়। এখনো এই বিস্ফোরণে হতাহতের কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বার্তা সংস্থা রয়টার্সের খবর, শনিবার জাপানি শহর ওয়াকায়ামায় একটি জনসভায় ভাষণ দিতে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। ভাষণের সময় তার দিকে একটি নলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। নিক্ষেপের পরপরই কিশিদাকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিশিদাকে সরিয়ে নেয়ার পরপরই ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে জাপানের প্রধানমন্ত্রী অক্ষত এবং নিরাপদ রয়েছেন।
এনএইচকে জানিয়েছে, কিশিদা পশ্চিম জাপানের শহরটিতে একটি মৎস্য বন্দর ভ্রমণ শেষে একটি জনসভায় বক্তৃতা শুরু করছিলেন। ঠিক তখনি এই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। গণমাধ্যমের ভিডিও থেকে দেখা গেছে, কয়েকজন সরকারি কর্মকর্তা একজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। বাকি সদস্যরা ঘটনাস্থলে সমবেত হওয়াদের সরিয়ে নেয়ার কাজ করছিলেন।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’