আই নিউজ ডেস্ক
লন্ডনে প্রতি ৬ মিনিটে একটি মোবাইল চুরি!
বৃটেনের রাজধানী লন্ডনে গড়ে প্রতিদিন ২৪৮টি মোবাইল ফোন চুরি হয়। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে।
এতে আরো জানা গেছে যে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মাত্র দুই শতাংশ মোবাইল উদ্ধারে সক্ষম হচ্ছে। ফলে দিন দিন মোবাইল চুরির ঘটনা বেড়ে চলছে।
ওই পরিসংখ্যানটিতে দেখা গেছে, প্রতি বছর শুধু লন্ডনেই ৯১ হাজারের বেশি মোবাইল ফোন চুরি হয়। অর্থাৎ, প্রতি ৬ মিনিটে একটি মোবাইল হারানো যায় শহরটিতে। তবে অনেকেই আছেন মোবাইল চুরি হলেও পুলিশের কাছে যান না। ফলে মোবাইল চুরির আসল সংখ্যা আরো বেশি হতে পারে।
প্রতি বছর ৯১ হাজার মোবাইল চুরি হলেও লন্ডন পুলিশ গড়ে মাত্র ১৯১৫টি মোবাইল উদ্ধার করতে পারে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এই সমস্যার সমাধান করতে দৈনিক অভিযান পরিচালনা করা হচ্ছে তবে এটি বন্ধ করা বেশ কঠিন।
বৃটিশ পুলিশ ওয়াচডগ এইচএমসিআইএফআরএস জানিয়েছে, দৈনিক মোবাইল চুরির এই বিষয়টি অগ্রহণযোগ্য।
লন্ডন পুলিশের কার্যকরিতা নিয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি নির্ধারণে এসব ঘটনা প্রভাব ফেলছে।
এইচএমসিআইএফআরএস-এর প্রধান ইন্সপেক্টর অ্যান্ডি কুক বলেন, মোবাইল চুরি কোনো ছোট অপরাধ নয়। মানুষ কোনো সমাজে নিরাপদ বোধ করে কিনা তা নির্ধারিত হয়ে এখানে। এটি মোকাবেলা করার জন্য একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
২০২২ সালে লন্ডন ছাড়া আরো যেসব বৃটিশ শহরে বেশি মোবাইল চুরি দেখা গেছে তা হলো, ওয়েস্টমিনস্টার (২৫,৮৯৯), ক্যামডেন (৭,৮৯২) এবং সাউথওয়ার্ক (৫,৬৯০)।
সূত্র: বিবিসি
আই নিউজ/এইউ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’