আই নিউজ ডেস্ক
ইসরায়েলের তেল আবিব-হাইফা শহর উড়িয়ে দেওয়ার হুমকি
সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর ফলে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান। এরই মধ্যে ইসরায়েল সফর করছেন ইরানের ক্ষমতাচুত্য ইরানী শাহের পুত্র।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয়— তাহলে এর জবাবে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট রাইসি। সেখানে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি।
ইসরায়েলকে হুমকি দিয়ে রাইসি বলেছেন, ‘শত্রুরা, বিশেষ করে ইহুদিবাদীরা, বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোটো কোনো হামলা হলে, এর কঠোর জবাব দেওয়া হবে এবং যার প্রভাবে হাইফা এবং তেল আবিব ধ্বংস হয়ে যাবে।’
সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান।
ইসরায়েল দাবি করে ইরান গণবিধ্বংসী পারমাণবিক বোমা তৈরির কাজ করছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে নিবৃত করতে না পারে তাহলে— তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল।
গত সোমবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন চীনের প্রতি আহ্বান জানান, ইরানের প্রতি বেইজিংয়ের যে প্রভাব আছে, সেটি ব্যবহার করে যেন তেহরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করে তারা। আর নয়ত ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে ইসরায়েল।
এদিকে ওই অনুষ্ঠানে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি নিয়েও কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: আল আরাবিয়া
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’