Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

প্রকাশিত: ১০:৫৪, ২৬ এপ্রিল ২০২৩

সিঙ্গাপুরে ২ পাউন্ড গাঁজা পাচারের অপরাধে ফাঁসি!

ফাঁসি কার্যকর হওয়া তাঙ্গারাজু সুপিয়াহ (৪৬)। ছবি- সিএনএন

ফাঁসি কার্যকর হওয়া তাঙ্গারাজু সুপিয়াহ (৪৬)। ছবি- সিএনএন

সিঙ্গাপুরে ২ দশমিক ২ পাউন্ড গাঁজা পাচারের অপরাধে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ বুধবার (২৬ এপ্রিল) সকালে সিঙ্গাপুরের চাঙ্গি কারাগারে ফাঁসি কার্যকর হয়। 

ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম তাঙ্গারাজু সুপিয়াহ (৪৬)। তিনি ২.২ পাউন্ড গাঁজা পরিবহনের চেষ্টা করার জন্য  আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাঙ্গারাজু সুপিয়াহর পরিবার সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে। 

কারাগার থেকে পরিবারের হাতে একটি মৃত্যু সনদ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন তাঙ্গারাজুর বোন লীলাবতী সুপিয়াহ।

সেন্ট্রাল নারকোটিকস ব্যুরোর (সিএনবি) বিবৃতি অনুসারে, এক কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকায় ২০১৮ সালে তাঙ্গারাজুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে তার আপিল খারিজ করে দেন আদালত। রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনও ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা তার ক্ষমার জন্য জনসমক্ষে আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, বিশ্বের অনেক দেশেই গাঁজা বৈধ। তবে সিঙ্গাপুর কঠোর মাদক আইন মেনে চলা হয়। মাদককারবারিদের ঠেকাতে এবং জননিরাপত্তা বজায় রাখতে দেশটির সরকার এই আইন কঠোরভাবে মেনে চলে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়