আই নিউজ ডেস্ক
মহাকাশে হাঁটলেন প্রথম কোনো আরব মহাকাশচারী
সংযুক্ত আরব আমিরাতের মহাকাশচারী সুলতান আল-নেয়াদি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বের হয়ে হেঁটেছেন। তিনিই প্রথম কোনো আরব মহাকাশচারী যিনি মহাকাশে হাঁটাহাঁটি করেছেন। এ আরব ব্যক্তি মহাকাশে প্রায় সাত ঘণ্টা হেঁটেছেন।
শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) বাইরে স্পেসসুট পরে সংযুক্ত আরব আমিরাতের পতাকা নিয়ে বের হন দেশটির মহাকাশচারী সুলতান আল নেয়াদি। উদ্দেশ্য স্পেসওয়াক বা মহাকাশে হাঁটাহাঁটি করা। এটাকে আরও স্পষ্ট করে বলা হয় মহাকাশযানের বাইরে বিচরণ বা একস্ট্রাভেহিকুলার অ্যাক্টিভিটি। ওই সময় তার স্পেসসুটের হাতায় জ্বলজ্বল করছিল একটিই বার্তা— ‘অসম্ভবই সম্ভব।’
সুলতান অবশ্য একা ছিলেন না, তার সঙ্গে এই ছয় ঘণ্টারও বেশি সময়ের স্পেসওয়াকে ছিলেন নাসার পরিচিত মহাকাশচারী স্টিফেন বাওয়েন। আইএসএসের ভিতর থেকে তাদের সহায়তা করেছেন নাসার দুই ফ্লাইট ইঞ্জিনিয়ার, উডি হোবার্গ ও ফ্রাঙ্ক রুবিও। নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিম) করা হয়েছে এই অভিযানের দৃশ্য। সুলতান আল-নেয়াদি যখন প্রথম মহাকাশ কেন্দ্রের বাইরে পা রাখেন, হোবার্গকে বলতে শোনা যায়— ‘অনেক শুভেচ্ছা সুলতান, আপনি আজ এক ইতিহাস তৈরি করতে চলেছেন।’
শুধু স্পেস স্টেশনের বাইরে বিচরণই নয়, নাসার পক্ষ থেকে দু’টি কাজও দেওয়া হয়েছিল আল নেয়াদি ও বাওয়েনকে। প্রথমটি, ভবিষ্যতের জন্য আইএসএসে একাধিক সোলার প্যানেল স্থাপন। সেই কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়।
হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা প্রশংসা করে বলেন, নিখুঁত হাত সুলতানের। তবে দ্বিতীয় কাজটি তারা সম্পন্ন করতে পারেননি। আইএসএসের একটি বাতিল অ্যান্টেনা সরিয়ে ফেলার কাজ ছিল সেটি।
গত ২ মার্চ নাসার স্পেস এক্স ক্রু-৬ মিশনে যোগ দেন সুলতান। এটি তার প্রথম স্পেসওয়াক। অন্য দিকে বাওয়েনের এটি অষ্টম স্পেসওয়াক। শুক্রবার অবশ্য বাওয়েনই প্রথম আইএসএসের বাইরে পা রাখেন। তারপরে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটি নাগাদ বের হন সুলতান আল-নেয়াদি। নাসার হিউস্টনের কেন্দ্র থেকে পুরো সময়টাই যোগাযোগ রাখা হয়েছিল এই দুই মহাকাশচারীর সঙ্গে। বলা হয়েছিল প্রতি ৯০ মিনিট অন্তর তাদের দস্তানা ও হেলমেট অ্যাবসর্পশন প্যাড পরীক্ষা করে দেখতে যে সেগুলো শুকনো আছে কিনা। বিন্দুমাত্র পানির কণা দেখলেই আইএসএসের ভিতরে ফিরে যাওয়ার নির্দেশ ছিল। পাশাপাশি খেয়াল রাখা হয়েছিল তাদের অক্সিজেন লেভেল ও ব্যাটারির শক্তির দিকে।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’