আই নিউজ ডেস্ক
ঘূর্ণিঝড় আ*ঘাতে মিয়ানমারে ছয়জনের মৃ-ত্যু
মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে আছড়ে পড়া শক্তিশালী ঝড়ের আঘাতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) ঘূর্ণিঝড় মোখায় হাজার হাজার মানুষ মঠ, প্যাগোডা ও স্কুলের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়।
মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটি রবিবার বিকেলে মিয়ানমারের রাখাইন রাজ্যে সিত্তওয়ে শহরের কাছে ২০৯ কিলোমিটার বেগে বাতাস স্থলভাগে আছড়ে পড়ে।
মায়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিত্তওয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে বাড়িঘর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, সেল ফোন টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বলা হয়, ঝড়ের প্রভাবে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনের ছাদও ভেঙে পড়েছে।
সিত্তওয়ের আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবী টিন নিন ওও বলেন, “শহরের ৩০০,০০০ বাসিন্দার মধ্যে ৪,০০০-এরও বেশি বাসিন্দাকে অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ২০,০০০-এরও বেশি মানুষ শহরের উচ্চভূমিতে অবস্থিত মঠ, প্যাগোডা ও স্কুলের মতো মজবুত ভবনে আশ্রয় নিয়েছেন।”
তিনি বলেন, “স্থানীয় অনেকেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ মিটারেরও বেশি উঁচু এলাকায় বাস করে। সেখানকার অনেকেই মনে করছেন ঝড়ের জলোচ্ছ্বাস তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে না।” তিনি আরও বলেন, “ঝড় এখনও অনেক এলাকায় আসেনি। তবুও অনেকে আশ্রয়কেন্দ্রে এসেছেন।” স্থানীয় একটি দাতব্য ফাউন্ডেশনের চেয়ারম্যান লিন লিন বলেছেন, “প্রত্যাশার চেয়ে বেশি লোক আসার পরে সিত্তওয়ের আশ্রয়কেন্দ্রে খাবারের কিছুটা সংকট দেখা দিয়েছে।”
মায়ানমারে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি টিটন মিত্র টুইট করেছেন, “মোখা আঘাত করেছে। দুই মিলিয়ন মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে। আমরা প্রতিরোধ ব্যবস্থা নিয়েছি।”
রবিবার মিয়ানমারে বাতাস ও বৃষ্টির কারণে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের একটি উদ্ধারকারী দল নিজেদের ফেসবুক পেজে ঘোষণা করেছে, তারা এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে। ওই দম্পতি টাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে তাদের বাড়িতে চাপা পড়েছিল।
স্থানীয় মিডিয়া জানিয়েছে, রাখাইন রাজ্যে দুইজন, ইরাবদি অঞ্চলে একজন ও মান্দালয় অঞ্চলে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। “সিত্তওয়েতে প্রবল বাতাসে একটি সেল ফোন টাওয়ার ধসে পড়েছে ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে,” স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’