আন্তর্জাতিক ডেস্ক
ওবামাসহ ৫০০ আমেরিকানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল রাশিয়া
আমেরিকা ও রাশিয়ার প্রধানমন্ত্রী জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন।
মার্কিনের যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এই আমেরিকানদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বারাক ওবামাও রয়েছেন।
আজ শনিবার (২০ মে) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে মস্কো এই পদক্ষেপ নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতেও উঠে আসে এ তথ্য।
মস্কোর বিবৃতিতে বলা হয়, বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে নিয়মিতভাবে যে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর রাশিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হলো।
মস্কো নিষেধাজ্ঞা আরোপের আগে গেল শুক্রবার (১৯ মে) রাশিয়ার শতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো রাশিয়ার অর্থনীতির ‘গলা টিপে ধরতেই’ ধারাবাহিকভাবে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ওয়াশিংটনের অনেক আগে থেকেই জানা থাকা উচিত যে রাশিয়া বিরুদ্ধে নেওয়া শত্রুভাবাপন্ন যে কোনো পদক্ষেপের সমুচিত জবাব দেওয়া হবে।’
রাশিয়ার দেওয়া নিষেধাজ্ঞার আওতায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে রয়েছেন টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও সেথ মেয়ার্স।
এছাড়া সিএনএনের উপস্থাপক এরিন বারনেট এবং এমএসএনবিসির উপস্থাপক র্যাচেল ম্যাডো ও জো স্কারবোরাহও নিষেধাজ্ঞার আওতায় আছেন।
নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে রাশিয়া বলছে, কালো তালিকাভুক্ত মার্কিন সিনেটর, কংগ্রেসম্যান ও নীতি নির্ধারকদের ‘রাশিয়াবিরোধী মনোভাব ও মিথ্যা তথ্য ছড়ানোর কার্যক্রমে সম্পৃক্ততা রয়েছে’। তাছাড়া, যেসব প্রতিষ্ঠান ‘ইউক্রেনে অস্ত্র সরবরাহে জড়িত’ সেইসব প্রতিষ্ঠানের প্রধানদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’