আই নিউজ ডেস্ক
ওমরাহ পালন করতে এসে সন্তানের জন্ম দিলেন নারী
পবিত্র ওমরাহ পালন করতে সিঙ্গাপুর থেকে মক্কায় আসা এক নারী সন্তান প্রসব করেছেন। স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেয়ার পর নবজাতক ও মা উভয়ই সুস্থ রয়েছেন। গত বৃহস্পতিবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।
প্রতিবেদনে জানানো হয়, সিঙ্গাপুর থেকে ওমরাহ করতে আসা এক তরুণী ৯ মাসের গর্ভবতী ছিলেন। গত বুধবার (২৪ মে) সকালে তাকে পবিত্র মসজিদুল হারামের জরুরি স্বাস্থ্যসেবা বিভাগে ভর্তি করা হয়। তার স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে প্রয়োজনী সব সেবা সরবরাহ করে সংশ্লিষ্ট মেডিকেল টিম। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য মা ও শিশুকে শিশু হাসপাতালে নেয়া হয়।
এক বিবৃতিতে মক্কা হেলথ ক্লাস্টার জানায়, সন্তান জন্ম নেওয়ায় ওমরাহ পালনাকারী ও তার পরিবারের সঙ্গে আমরাও আনন্দে অংশ নিয়েছি।
আমাদের মেডিকেলের সব কর্মীর অংশগ্রহণে এই আনন্দ বহুগুণ বৃদ্ধি পায়। পবিত্র মসজিদুল হারামে আগত দর্শনার্থী ও ওমরাহযাত্রীদের জরুরি স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে বেশ কয়েকটি হাসপাতাল। আজিয়াদ ইমার্জেন্সি হাসপাতাল, আল-হারাম হাসপাতাল ও ইমারজেন্সি সেন্টারগুলো প্রয়োজনীয় সেবা দিচ্ছে।
সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা দিতে পবিত্র হারাম শরিফের সব হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে।
গত বছর আজিয়াদ ইমার্জেন্সি হাসপাতালে মসজিদে আগত দর্শনার্থী, ওমরাহযাত্রী, মুসল্লি, স্থানীয় বাসিন্দাদসহ ৪২ হাজারের বেশি রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।
আই নিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’