আই নিউজ ডেস্ক
ইমরান খানকে বিয়ের প্রস্তাব ব্রিটিশ টিকটক তারকার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিয়ে করতে চান ব্রিটেনের এক টিকটক তারকা। তার দাবি ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবনযাপন ইমরানের ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের জীবনে গ্ল্যামার দরকার। আর তিনি সেই ‘গ্ল্যামার গার্ল’ হবেন।
ব্রিটেনের ওই টিকটক তারকার নাম জিয়া খান। তিনি বলেছেন, তিনি শুধু সাবেক পাক প্রধানমন্ত্রীকে বিয়ে করতেই চান না। বুশরার সঙ্গে তার বিচ্ছেদও করাতে চান। একটি টিকটক ভিডিও তৈরি করে নিজের বক্তব্য জানিয়েছেন জিয়া। তিনি বলেছেন, সাবেক ক্রিকেট তারকা তথা পাক রাজনৈতিক নেতা ইমরানের ভক্ত তিনি। সুযোগ পেলে ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনও আপত্তি নেই। বরং তিনি ইমরানের স্ত্রী হলে কেমন স্ত্রী হবেন, তার বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।
এই টিকটক তারকা বলেছেন, আমি ইমরানের জীবনে জৌলুস ফিরিয়ে আনতে চাই। তার প্রথম জীবনে জেমাইমা ছিলেন। তারপর এক সুন্দরী সাংবাদিককে বিয়ে করেছিলেন ইমরান। কিন্তু বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবনযাপন শুরু করেছেন ইমরান।
জিয়া মনে করেন, ‘ইমরানের জীবনে ওই আগের জৌলুস ফেরানো দরকার। ইমরানের আসলে একজন দুষ্ট মিষ্টি বউ দরকার।’
ব্রিটিশ এই টিকটক তারকা বলেছেন, তিনি নিজেই এই অভাব পূরণ করতে চান। টিকটক তারকা জিয়ার বয়স কত তা অবশ্য জানা যায়নি। তবে ইমরানের বয়স এখন ৭০। জিয়া অবশ্য বয়স নিয়ে মোটেই ভাবছেন না। তিনি বলেছেন, ‘সত্তরোর্ধ্ব তো কী হয়েছে? তিনি তো ইমরান খান!’
ইমরান অবশ্য এখন নিজেকে সামলাতেই ব্যস্ত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। গত ৯ মে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীকে। পরে ছাড়া পেয়েছেন তিনি।
আই নিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’