আই নিউজ ডেস্ক
পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেপ্তার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহীর বাসভবনের বাইরে থেকে দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেছেন।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের সাবেক এই মুখ্যমন্ত্রীকে লাহোরের গুলবার্গ এলাকায় জহুর এলাহীর বাসভবনের কাছে গাড়ির ভেতর থেকে টেনে-হেঁচড়ে নিয়ে গেছেন দুর্নীতিবিরোধী কর্মকর্তারা।
এলাহীর মুখপাত্র পিটিআইয়ের এই নেতাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত সপ্তাহে শারীরিক সমস্যার কথা জানিয়ে আদালতে হাজির না হওয়ায় দেশটির দুর্নীতিবিরোধী আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে। তারপরই তাকে গ্রেপ্তারের এই ঘটনা ঘটেছে।
পাকিস্তানের গুজরাট জেলার জন্য বরাদ্দকৃত উন্নয়ন তহবিল থেকে ৭ কোটি রুপি আত্মসাতের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন আদালতের বিচারক এলাহীর বুকে ব্যথা অনুভব করার দাবি করে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করেছে।
জিও নিউজের সাথে আলাপকালে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, দুর্নীতিবিরোধী পুলিশ দুর্নীতির এক মামলায় এলাহীকে খুঁজছিল। তিনি বলেছেন, নিজের বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিটিআইয়ের এই প্রেসিডেন্টের গাড়ি আটক করে এবং তাকে হেফাজতে নেয়।
মন্ত্রী আরও বলেন, গ্রেপ্তারের সময় দলটির নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তারপরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
আই নিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’