আই নিউজ ডেস্ক
ভারতে দুধের সংকট; মোদি সরকারকে দায়ী করল কংগ্রেস
দুধের সংকটে পড়েছে ভারত। দেশটিতে দুগ্ধজাত পণ্যের দাম বাড়ছে। এ কারণে নরেন্দ্র মোদি সরকারকে দায়ী করেছে কংগ্রেস।
এ রাজনৈতিক দলটির নেতা জয়রাম রমেশের অভিযোগ, স্রেফ নির্বাচনী সুবিধা পেতে একেকটি সমবায়কে অন্যটির সঙ্গে সংঘাত বাঁধিয়ে দিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাই এ দুগ্ধজাত পণ্যের সংকট সৃষ্টি হয়েছে।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন টুইটারে শেয়ার করেছেন কংগ্রেসের এ বর্ষীয়ান নেতা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাকে। তিনি বলেন, ‘ভারতে দুগ্ধ বিপ্লবে’র ৫০ বছর চলছে। দেশটি বিশ্বের প্রধান দুগ্ধ উৎপাদনকারী দেশ। কিন্তু, এখন এ দেশটি অন্যান্য দেশ থেকে দুধ ও দুধজাত সামগ্রী আমদানি করছে। ভারতে দুধের সংকট এখন চরম আকার ধারণ করেছে।’
এরপর জয়রাম রমেশ দাবি করেন, এ পরিস্থিতিতে মোদি সরকার কী করছে? তারা স্রেফ ভোটের ফায়দা তুলতে চেষ্টা করছে।’ তার মতে, করোনার সময় থেকে সংকটে পড়েছে দেশটির দুগ্ধজাত পণ্য উৎপাদনকারীরা। সমস্যার সমাধান না হওয়ায় মুদ্রাস্ফীতি বেড়েছে এবং দুগ্ধ খামারিদের কষ্ট বৃদ্ধি পেয়েছে। তারা ইতোমধ্যেই পশুখাদ্যের দাম বাড়ার কারণে বেকায়দায় পড়েছে। এসব কারণে বিভিন্ন দুগ্ধজাত পণ্যের দাম বাড়ছে।
প্রসঙ্গত, মাদার ডেয়ারি ও আমুলের দুধের দাম গত বছর থেকেই বেড়ে চলেছে। সব মিলিয়ে দেশটিতে সংকট বাড়ছে।
আইনিউজ/ই.উ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’