আন্তর্জাতিক ডেস্ক
ওয়াগনারের স্বল্প সময়ের বিদ্রোহে প্রাণ গেছে ৩৯ রুশ সেনার
ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করা ভাড়াটে বাহিনী ওয়াগনারের সদস্যরা। ছবি- সংগৃহীত
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার পক্ষে যুদ্ধ করা ভাড়াটে সেনাদল ওয়াগনারের স্বল্প সময়ের বিদ্রোহে ৩৫ জন রুশ সামরিক পাইলট ও ক্রু প্রাণ হারিয়েছেন। বলা হচ্ছে ওয়াগনার গ্রুপের এ বিদ্রোহে সবচেয়ে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয়েছে রাশিয়া।
বিদ্রোহী ওয়াগনার যোদ্ধারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ কয়েকটি হেলিকপ্টার এবং একটি সামরিক বিমানে হামলা চালিয়েছিলেন। এতে ৩৯ জনের মতো রুশ পাইলট ও ক্রু নিহত হয়েছেন।
বিমানটি শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে বহন করছিল বলে সন্দেহ করা হচ্ছে। নিহতদের মধ্যে ২০ জনের বেশি যুদ্ধবিমানের পাইলট থাকতে পারেন।
বলা হচ্ছে যে, পুতিন তিনটি এমআই-৮সহ কয়েকটি হেলিকপ্টার হারিয়েছেন। আকাশে যুদ্ধ পরিকল্পনায় ব্যবহার করা আইএল-২২ মডেলের একটি বিমানও হারিয়েছেন।
বিমানটি ইলিউশিন-২২ প্যান্টসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়ে থাকতে পারে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাশিয়ার নিজস্ব বাহিনী গোপনে ওয়াগনারকে দিয়েছিল।
রাশিয়ান চ্যানেল ওয়ানের করেসপন্ডেন্ট ইরিনা কুকসেনকোভার দেওয়া তথ্য অনুযায়ী বিমানটিতে ১০জন ক্রু ছিলেন।
সাবেক সোভিয়েত সামরিক কৌশলবিদ এবং রাজনীতিবিদ ভিক্টর অ্যালকনিস, যিনি এখন ব্ল্যাক কর্নেল নামে একজন বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি জানিয়েছেন, বিমানটিতে সম্ভবত একজন উচ্চপদস্থ জেনারেল ও অন্যান্য শীর্ষস্থানীয় ব্যক্তিরা ছিলেন।
তিনি এক পোস্টে বলেন, আমার অনুমান, আইএল-২২ এর বোর্ডে কেবিন ক্রু ও টাস্ক ফোর্সের সংখ্যা ১৫ থেকে ২০ এর মধ্যে ছিল। যাদের সবাই মারা গেছেন।
আলকনিসের অনুমান, ওয়াগনার বিদ্রোহীদের মাধ্যমে পাঁচটি হেলিকপ্টার এবং একটি বিমান ধ্বংসের ফলে ৩৪-৩৯ জনের মতো নিহত হয়েছেন।
তিনি স্পষ্ট করেছেন, এর মধ্যে ১৯ জনের মতো ছিলেন ভূপাতিত হওয়া পাঁচটি হেলিকপ্টারে। যুদ্ধে ইউক্রেনীয়রা যত ক্ষয়ক্ষতি করেছে, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি একদিনে হয়েছে। ডেইলি এক্সপ্রেস
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’