আই নিউজ ডেস্ক
আপডেট: ১১:৫০, ৯ জুলাই ২০২৩
অভিবাসন বিতর্কে নেদারল্যান্ডসের চার দলীয় জোট সরকারের পতন
অভিবাসন ও আশ্রয় ইস্যুতে মতবিরোধের জেরে ক্ষমতা গ্রহণের মাত্র দেড় বছরের মাথায় পতন হলো নেদারল্যান্ডসের চার দলীয় জোট সরকারের।
মতবিরোধ দূর করে সরকার বাঁচাতে গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটের সভাপতিত্বে চার পক্ষ বৈঠকে বসলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন নেদারল্যান্ডসকে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিয়ে আসা প্রধানমন্ত্রী রুটে।
তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আজ সন্ধ্যায় আমরা একটি সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি, সেটা হলো আমাদের মধ্যে চলমান মতবিরোধ দূর করা সম্ভব নয়। আর তাই আমি খুব দ্রুত সরকারের পক্ষ হয়ে রাজার কাছে আমার লিখিত পদত্যাগ জমা দেব।’
পরদিন শনিবার রাজা ভিলেম আলেকজান্দারের কাছে তিনি পদত্যাগ জমা দিয়েছেন। নতুন নির্বাচনের আগপর্যন্ত বর্তমান মন্ত্রিসভার সদস্যরা কাজ চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
গত বছর আশ্রয়শিবিরগুলোয় উপচে পড়া ভিড় নিয়ে হইচই হওয়ার পর রুটের রক্ষণশীল ভিভিডি পার্টি শরণার্থীদের আগমন সীমিত করার চেষ্টা করে আসছিল। কিন্তু চার দলীয় জোট সরকারের দুই অংশীদার রুটের পরিকল্পনার বিরোধিতা করে।
মূলত অভিবাসন ইস্যুতে বিরোধে জড়িয়ে পড়ে জোট সরকারের অংশীদারেরা। সরকারের সবচেয়ে বড় অংশীদার ছিলেন ডানপন্থী ভিভিডি পার্টির নেতা রুটে।
২০২২ সালে অভিবাসী আশ্রয়শিবিরগুলো পূর্ণ হয়ে যাওয়ায় আবাসনসংকটে পড়তে হয়েছিল সরকারকে।
তখন আশ্রয়প্রার্থীদের পারিবারিক পুনর্মিলনকে সীমিত করার চেষ্টা করেছিলেন রুটে। দেশটিতে আশ্রয় নেওয়া যুদ্ধ শরণার্থীদের আত্মীয়স্বজনের পুনর্মিলন ভিসায় নেদারল্যান্ডসে আসা কমাতে প্রতি মাসে ২০০ জনে সীমাবদ্ধ রাখার প্রস্তাব দেন তিনি। আর এ প্রস্তাব মানা না হলে সরকারের পতনের হুমকিও দেন জোটের শরিকদের।
রুটের দল ভিভিডি সবচেয়ে বেশি ২২ শতাংশ ভোট পেয়েছিল। আর দুটি দলের ১০ শতাংশের ওপরে ভোট ছিল। আরও ১৭টি রাজনৈতিক দল পার্লামেন্টে একটি করে আসন পেয়েছিল। ফলে ভেঙে যাওয়া জোটকে বাদ দিলে অন্যদের নিয়ে নতুন করে জোট সরকার গঠনের কোনো সুযোগ নেই।
নতুন নির্বাচন দেওয়া হলেও দল টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসতে পারবে বলে আশা করেন মার্ক রুটে। শিশুদের যত্নআত্তিসংক্রান্ত একটি বিষয় নিয়ে ২০২১ সালে তাঁর সরকারকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু তারপরের নির্বাচনেও রুটে সবার চেয়ে এগিয়ে ছিলেন।
আইনিউজ/উইএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’