আই নিউজ ডেস্ক
আশুরা : ইমাম হোসেনের (র.) প্রতি মোদির শ্রদ্ধা
ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র দিন আশুরা উপলক্ষে এ ধর্মের প্রবর্তক হযরত মুহম্মদের (স.) দৌহিত্র ইমাম হোসেন (র.)কে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার এক টুইটবার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘আজ আমরা হযরত ইমাম হোসেন (র.)কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার সৎসাহস, ন্যায়বিচার ও মানুষের প্রতি মর্যাদাপূর্ণ মনোভাব সবসময় উল্লেখযোগ্য।’
আজ শনিবার আরবি চান্দ্র বর্ষপঞ্জির প্রথম মাস মোহররমের ১০ তারিখ। ইসলামের খিলাফত নিয়ে দ্বন্দ্ব ও তার ফলে যুদ্ধের জেরে আজ থেকে ১ হাজার ৪০০ বছর আগে এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে এজিদ ইবনে মুয়াবিয়ার বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন হযরত ইমাম হোসেন (র.)।
প্রত্যেক হাজিকে ৯৭ হাজার রুপি করে ফেরত দিচ্ছে পাকিস্তান
ইমাম হোসেন (র.) ছিলেন ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (র.) এবং হযরত মুহম্মদ (স.)’র কন্যা হযরত ফাতিমা (র.) কনিষ্ঠ পুত্র। তার বড়ভাই ইমাম হাসান (র.) কারবালা যুদ্ধের অনেক আগেই শহীদ হয়েছিলেন। বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল তাকে।
সাধারণভাবে মহররমের ১০ তারিখ আশুরা নামে পরিচিত। বিশ্বজুড়ে মুসলিমরা দিনটি খুবই ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেন। সুন্নি মুসলিমরা এই দিন মসজিদে বিশেষ মোনাজাত করেন, অনেকে রোজাও রাখেন।
তবে সুন্নিদের চেয়েও গুরুত্ব দিয়ে আশুরা পালন করেন শিয়া মুসলিমরা। এইদিন প্রার্থনার পাশাপাশি তাজিয়া নামে বিশেষ মিছিলও বের করেন তারা।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’