আই নিউজ ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত হর্ষবর্ধন সিং
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের শেষের দিকে। আর এই নির্বাচনকে সামনে রেখে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চাইছেন অনেকেই। এরই মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে যোগ দিলেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত।
যদিও আগামী বছরের এই নির্বাচনকে সামনে রেখে আরও দুই ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী আগেই তাদের প্রার্থিতার জানান দিয়ে রেখেছেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইতোমধ্যেই অনেক রিপাবলিকান মাঠে নেমেছেন এবং সর্বশেষ এই তালিকায় সামনে এসেছেন ভারতীয়-আমেরিকান প্রকৌশলী হর্ষবর্ধন সিং। নিক্কি হ্যালি এবং বিবেক রামাস্বামীর পর ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে প্রার্থী হতে ইচ্ছুক ভারতীয় বংশোদ্ভূত তৃতীয় ব্যক্তি হয়ে উঠেছেন তিনি।
হর্ষবর্ধন সিং নামের এই প্রকৌশলী জানিয়েছেন, রিপাবলিকান দলের পক্ষ থেকে নির্বাচনে লড়তে ইচ্ছুক তিনি। এর আগে আরও দু’জন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। আর এবার এক ভিডিও বার্তায় নমিনেশনের কথা জানিয়েছেন হর্ষবর্ধনও।
টুইটারে পোস্ট করা ওই ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী হর্ষবর্ধন জানিয়েছেন, তিনি আজীবন একজন ‘রিপাবলিকান’। প্রেসিডেন্ট পদের দৌড়ে নেমে মূলত দুর্নীতি নিয়েই সরব হয়েছেন তিনি। বড় প্রযুক্তি সংস্থা ও ওষুধ সংস্থাগুলোর দুর্নীতি আমেরিকার বিপুল ক্ষতি করছে বলেও দাবি করেছেন তিনি।
তার দাবি, পরিবর্তন আনতে সঠিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আর সে কারণেই রিপাবলিকান দলের কাছে মনোনয়ন চেয়েছেন তিনি।
পেশায় ইঞ্জিনিয়ার হর্ষবর্ধন সিং অবশ্য এর আগে একাধিক পদের জন্য লড়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যমে বলা হয়েছে। নিজেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সমর্থক বলেও উল্লেখ করেছেন তিনি।
হর্ষবর্ধন বলেন, আমার দেখা সেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে রিপাবলিকান দলের সঙ্গে তিনি যুক্ত বলেও জানিয়েছেন এই প্রকৌশলী।
সংবাদমাধ্যম বলছে, গত বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে ফেডারেল ইলেকশন কমিশনে প্রার্থিতা ঘোষণা করেছেন ৩৮ বছর বয়সী এই ইঞ্জিনিয়ার। এর আগে মার্কিন প্রেসিডেন্ট পদের দৌড়ে শামিল হওয়ার কথা জানিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পপতি বিবেক রামাস্বামী।
এছাড়া দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গভর্নর নিকি হ্যালিও রয়েছেন এই দৌড়ে।
পিটিআই বলছে, তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মূলত সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও ২০২৪ সালের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে সম্ভাব্য অন্য প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’