আই নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশিসহ ২৭৭৫২ জন বন্দি
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ২৭ হাজার ৭৫২ জন জেলবন্দী আছেন। তাদের মধ্যে বাংলাদেশিসহ বিদেশি বন্দি ১৬০ জন। একথা জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।
ভারতে অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো কারনে ভারতের প্রশাসনের হাতে আটক হয়ে পরে আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে বহু বিদেশিসহ বাংলাদেশি নাগরিকরা।
দেখা গেছে, সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা বিভিন্ন কারনে এখনো পশ্চিমবঙ্গের কারাগারে বন্দি আছেন। বাংলাদেশের নাগরিকদের দেশটিতে ফেরত পাঠানো হচ্ছে না। ফলে তাদের সব খরচ বহন করতে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে।
মঙ্গলবার (০১ আগষ্ট) পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশিসহ কতজন বিদেশি নাগরিক কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পরেও এখনো পশ্চিমবঙ্গের জেলে বন্দি আছে? পশ্চিমবঙ্গের কারামন্ত্রী অখিল গিরির কাছে প্রশ্ন রাখেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী।
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কারা মন্ত্রী অখিল গিরি জানান, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ২৭ হাজার ৭৫২ জন জেলবন্দী আছেন। তাদের মধ্যে বিদেশি জেলবন্দী ২০৮৪ জন। কারাগারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গের জেলে বন্দি আছে ১৬০ জন।
এরপর বিধায়ক ইদ্রিস আলী কারামন্ত্রী অখিল গিরির কাছে জানতে চান, জেল খাটার মেয়াদ শেষ হওয়ার পরেও বিদেশি বন্দিদের তাদের দেশ পাঠানোর কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা ও তাদের দেশ থেকে যোগাযোগ করছে কিনা।
এর উত্তর দিতে গিয়ে কারা মন্ত্রী অখিল গিরি বলেন, মেয়াদ শেষ হওয়া বিদেশি বন্দিদের তাদের দেশ থেকে কোনো ধরনের যোগাযোগ করছে না। ফলে আমরা বিদেশি বন্দিদের কারাবাস শেষ হওয়া সত্ত্বেও তাদের দেশে পাঠাতে পারছিনা। যদি সেই দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা অবশ্যই তাদের নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করব।
পশ্চিমবঙ্গের কারাদপ্তর থেকে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি।
স্বাভাবিকভাবে এই বিদেশি বন্দীদের নিয়ে বিপাকে পরেছে রাজ্য সরকার। এদের যাবতীয় খরচ বহন করতে হচ্ছে রাজ্য সরকারকে। এই বিদেশি বন্দীদের নিয়ে কি করা হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের কারা দপ্তর। মঙ্গলবার বিধানসভায় একথা স্পষ্ট করে জানালেন কারামন্ত্রী অখিল গির।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’