আই নিউজ ডেস্ক
প্রিন্স উইলিয়াম ও হ্যারির বিবাদ কি মিটছে
সময়টা ভালো যাচ্ছে না প্রিন্স হ্যারি আর মেগানের। স্পটিফাই চুক্তি বাতিল হওয়ায় বেশ সংকটে পড়ে যান তাঁরা। যুক্তরাজ্যের রাজপরিবারের একটি সূত্র জানায়, এমন অবস্থায় পড়ে ভাই প্রিন্স উইলিয়ামকে ফোন করেছিলেন প্রিন্স হ্যারি।
সূত্রটি জানায়, প্রিন্স হ্যারি স্বীকার করেছেন, তিনি ভাইকে ফোন করেছিলেন। সব ধরনের ভুল–বোঝাবুঝির অবসান চেয়েছেন তিনি। সব ঠিকঠাক হয়ে গেলে তিনি ও মেগান আবার লন্ডনে ফিরে আসতে চান। রাজা চার্লসের সঙ্গে রাজপরিবারের কাজে মনোনিবেশ করতে চান।
রাজপরিবার বিষয়ে জানাশোনা আছে, এমন একজন হচ্ছেন সারাহ হিউসন। তিনি কিন্তু স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে বলছেন অন্য কথা। তাঁর ভাষায়, ‘ক্ষতি, ক্ষত বেশ গভীরে। এটা বেশ ভয়াবহ এবং এর রেশ অনেক দিন থাকবে। এই ক্ষত শিগগিরই সেরে যাবে বলে মনে হয় না। এই পর্যায়ে আমি কোনো পক্ষের মধ্যে ঝামেলা মিটিয়ে ফেলার মতো আগ্রহ দেখছি না।’
সারাহ বলেন, রাজপরিবারের এই লজ্জার সময়ে ভালো কথা হচ্ছে, হ্যারি ও মেগান বলেছেন, হ্যারি যেভাবে ইনভেক্টাস গেমসের সঙ্গে কাজ করেছেন, ঠিক সেভাবে তাঁরা রাজপরিবারে নিজেদের সেরাটা দিতে চান। তবে পারিবারিক নাটক আর গণমাধ্যমের ভূমিকায় তাঁদের এসব কথা ঢাকা পড়ে যাচ্ছে।
সারাহ বলেন, ‘ভালো কথা হচ্ছে, তাঁরা পারিবারিক বিবাদকে পাশে ঠেলে এখন এই কাজে মন দিতে চান। প্রকৃতই তাঁরা বলছেন, তাঁরা কাজ করতে চান। আমরা তাঁদের কাছ থেকে যেমনটা শুনছি, হয়তো সেভাবে শুরুও করবেন তাঁরা।’
চলতি বছরের শুরুর দিকে প্রিন্স হ্যারি স্বীকার করেছিলেন, তিনি তাঁর ভাইয়ের সঙ্গে সম্পর্ক পোক্ত করতে চান। কিন্তু উইলিয়াম কোনো পদক্ষেপ নিয়েছেন বলে জানা নেই। হ্যারি এখন ভাইয়ের জবাবের অপেক্ষায় আছেন।’
আরেক খবরে দাবি করা হয়েছে, ‘উইলিয়াম ও প্রিন্স হ্যারি এখনো সরাসরি কেউ কারও সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেননি। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কোনো বাতচিতও হয়নি। প্রিন্স হ্যারির সেই ফোন কলের পর কেউ কাউকে আর কল করেননি, ফেসটাইমে কথা বলেননি বা জুমকলেও মিলিত হননি।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’