এম এ সালাম, কাতার থেকে
কাতারের সাবেক এমপি এম এম শাহীনকে গণসংবর্ধনা
ঠিকানা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি এম এম শাহীনকে গণসংবর্ধনা দিয়েছেন কাতারস্থ কুলাউড়াবাসী।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে কাতারের আলখুর সিটির তাকসিম রেস্তোরাঁয় বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ আইয়ুবের সভাপতিত্বে ও হাফিজ মো. সিদ্দিকুর রহমানের পরিচলানায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইফুল ইসলাম সাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ মালেক, বিশিষ্ট ব্যবসায়ী বদরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রেনু, ছওয়াব আলী, আমতৈল সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক রুবেজ আহমদ রুবেল, আল ইসলাহ কাতার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হাফিজ তুতিউর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান লাকি, আজিজুর রহমান সাগর, আব্দুল জব্বার,ব্যবসায়ী রিপন আহমেদ,আমতৈল সমাজ কল্যাণের সভাপতি পায়েল আহমেদ জসিম।
এসময় উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম সুয়েব তালুকদার, মোঃ আবদুল হান্নান, সালমান খান রুহেল,নিয়াজ আহমেদ, শাহী ইসলাম তালুকদার, জুনেদ তালুকদার, জাহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সুমন আহমেদ সহ কাতার প্রবাসী বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।
সংবর্ধিত অতিথি সাবেক এমপি এম এম শাহীন বলেন, আমি কুলাউড়া উপজেলাবাসী তথা প্রবাসীদের কথা সব সময় চিন্তা করে কাজ করি, কুলাউড়া উপজেলাবাসী তথা প্রবাসীদের কথা জাতীয় সংসদে তুলে ধরতে নিরলসভাবে প্রচেষ্টা করে যাচ্ছি। জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালামের এক প্রশ্নের উত্তর এম এম শাহীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেভাবে চাইবে আমি প্রবাসীদের কথা চিন্তা করে সেভাবেই জাতীয় সংসদ নির্বাচন করবো।
আইনিউজ/ইউএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’