Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১০ আগস্ট ২০২৩

বাইডেনকে খু*নের হুমকিদাতা গুলিতে নি হ ত 

বাইডেনকে হ ত্যা র হুমকি দেয়া সেই ক্রেইগ রবার্টসন। ছবি- অনলাইন

বাইডেনকে হ ত্যা র হুমকি দেয়া সেই ক্রেইগ রবার্টসন। ছবি- অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ড্যামোক্রেটিক পার্টির নেতা জো বাইডেনকে হ ত্যা র হুমকিদাতা গুলিতে নি হ ত হয়েছেন। নিহত ওই ব্যক্তির ব্যক্তির নাম ক্রেইগ রবার্টসন। 

স্থানীয় সময় বুধবার উটাহ অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। এর আগে, মঙ্গলবার ফেসবুকে রবার্টসন হুমকির সঙ্গে অস্ত্রসহ স্নাইপারের ছদ্মবেশ ধারণ করে ছবিও পোস্ট করেন।  

ক্রেইগ রবার্টসন ফেসবুকে প্রেসিডেন্ট বাইডেন ও ম্যানহাটনের অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগকে হত্যার হুমকি দিয়েছিলেন। 

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) অভিযানের সময় গুলিতে  রবার্টসন মারা যান। এ ঘটনার কয়েক ঘণ্টার মাথায় সেখানে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বাইডেনের সফর করার কথা।

জানা গেছে, অ্যালভিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলোর পক্ষে লড়া কৌঁসুলিদের একজন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে আনা এক পর্নো তারকাকে দেওয়া ঘুষের অভিযোগের পক্ষে লড়ছেন। 

স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ছয়টায় সল্ট লেক সিটি থেকে ৪০ মাইল দক্ষিণে প্রোভো নামক স্থানে রবার্টসনের বাড়িতে এফবিআই ওই অভিযান চালায়। এফবিআই জানায়, তারা রবার্টসনকে গ্রেফতার করতে গিয়েছিল। 

রবার্টসন আরেক বার্তায় যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিয়া জেমসের বিরুদ্ধেও হুমকির কথা প্রকাশ করেন। রবার্টসন তার দুটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন কতগুলো সহিংসতামূলক বার্তা ও ছবি পোস্ট করেন। এরপরই বিষয়টি এএফবিআইয়ের নজরে আসে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়