Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৬ আগস্ট ২০২৩

স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু

মাসাগাস্কার জাতীয় স্টেডিয়াম। পুরোনো ছবি

মাসাগাস্কার জাতীয় স্টেডিয়াম। পুরোনো ছবি

ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য মাদাগাস্কারের জাতীয় স্টেডিয়ামে প্রবেশের সময় আগত দর্শকদের হুড়োহুড়ি শুরু হয়ে। এ সময় পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮০ জন।

শুক্রবার (২৫ আগস্ট) দেশটির বারিয়া স্টেডিয়ামের ঐ অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শক এসেছিলেন।

ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে আন্তানানারিভোর একটি হাসপাতালে সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন মারা গেছেন এবং প্রায় ৮০ জন আহত হয়েছেন।

ইন্ডিয়ান ওসান আইল্যান্ড গেমস হলো একটি মাল্টি-ডিসিপ্লিনারি প্রতিযোগিতা যা মাদাগাস্কারে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২০১৯ সালে দেশটির মহামাসিনা স্টেডিয়ামে একই ধরনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়