Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৬:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৩

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

জো বাইডেনের সেলফিতে শেখ হাসিনা : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলফি তুলেছেন। ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আছেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পাশে বাংলাদেশের পররাষ্টমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবিতে হাস্যোজ্বল দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। আজ শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ সম্মেলনটি শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে আগামীকাল রবিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। বিশ্বের ২০ শীর্ষ অর্থনৈতিক দেশের জোট জি-২০ এর সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে জো বাইডেনের সেলফিতে শেখ হাসিনা এর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। সম্প্রতি বিএনপিসহ সমমনা দলগুলো ঢাকার সঙ্গে-ওয়াশিংটনের সম্পর্কে চ্ছেদ ঘটেছে এমন কথা বলে আসলেও জো বাইডেন প্রধানমন্ত্রীর সঙ্গে আজ নিজেই সেলফি তোলায় আলোচনায় নতুন মোড় যুক্ত হয়েছে। আলোচনায় আবারো সামনে আসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টি।

সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।’

আরো পড়ুন :

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়