Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মো. রওশান উজ্জামান রনি

প্রকাশিত: ১০:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:৫৯, ৯ অক্টোবর ২০২৩

আজকের নিউজ ২০২৩

আজকের নিউজ ৯/২০/২০২৩

আজকের নিউজ ৯/২০/২০২৩

আজকের নিউজ ৯/২০/২০২৩

আজকের নিউজ ৯/২০/২০২৩ -তুরস্কে মাত্র ১৪ সেকেন্ডে ধসে পড়লো একে একে নয়টি সুউচ্চ ভবন!

 Turkey Building Demolish

আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -নিয়ন্ত্রিত বিস্ফোরণে একযোগে গুঁড়িয়ে দেওয়া হলো তুরস্কের নয়টি ভবন। পূর্বাঞ্চলীয় মালাতিয়া শহরে চলতি সপ্তাহে প্রশাসনের তত্ত্বাবধানে চালানো হয় এই বিশাল কর্মযজ্ঞ।

মূলত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে দেওয়া হয়েছে বিল্ডিং গুলো। মাত্র চোদ্দ সেকেন্ডে ধুলোই মিশিয়ে দেওয়া হয় পনেরো তলা বিশিষ্ট সুউচ্চ এসব স্থাপনা। কোনো যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগের ছবি নয়। তুরস্কের মালা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হলো বহুতল এসব স্থাপনা। ফেব্রুয়ারীতে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এসব ভবন এভাবেই ভেঙে ফেলা হয়। চোখের পলকে ধ্বসে পড়লো বহুতল ভবনগুলো। তাও আবার একটি দুটি নয় একে একে নয়টি আবাসিক ভবন হয়ে গেল ধূলিস্যাৎ।

ডিনামাইট বিস্ফোরণের মাধ্যমে একসাথে এতগুলো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা গোটা বিশ্বেই বিরল। প্রত্যক্ষদর্শীরা বলছেন বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে বারো হাজার কিলোমিটার শহরের বিভিন্ন প্রান্ত থেকে শোনা যায় ধসের শব্দ। ধুলায় ধূসর হয়ে যায় গোটা এলাকা। পনেরো তলা উঁচু নয়টি ভবন নিশ্চিহ্ন করতে সময় লেগেছে মাত্র চোদ্দ সেকেন্ড। ব্যবহার করা হয়েছে ষোলোশো ষাট কেজি বিস্ফোরক সমৃদ্ধ ত্রিশ হাজার ক্যাপসুল। একসাথে বিস্ফোরণে সরাসরি নিচের দিকে ধসে পড়ে অবকাঠামোগুলো। এতে ক্ষতি হয় না আশপাশের ভবনেরও। প্রকৌশলের ভাষায় এই কৌশলের নাম ওয়াটার ফল টেকনিক। ভবন ভাঙ্গার বিশালে কর্মযজ্ঞ সম্পন্ন করতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। গঠন করা হয় একশো দশ জনের একটি দল। সরিয়ে নেওয়া হয় আশপাশের বাসিন্দাদের। অপারেশন চলাকালে বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়কের যান চলাচল। চলতি বছর ভয়াবহ ভূমিকম্পের পর নিয়ন্ত্রিত বিস্ফোরণ অবকাঠামো গড়িয়ে দেওয়া অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে তুর্কিদের জন্য। কর্তৃপক্ষ বলছে মালতিয়া শহরে ক্ষতিগ্রস্ত চোদ্দোশো ভবন রয়েছে। যেগুলো ভাঙতে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আই নিউজ/আর


আজকের নিউজ ৯/২০/২০২৩ -বিশ্বকে চমকে দিল যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা

 US Brain Implant Software

আজকের নিউজ ৯/২০/২০২৩ -কথা বলতে অক্ষম এমন প্যারালাইসিস রোগীদের যোগাযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা তৈরি করেছেন অত্যাধুনিক সফটওয়্যার। তাদের দাবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে রোগীদের মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে সেগুলোকে ভাষায় রূপান্তরিত করে এই সফটওয়্যার।

আলাদা গবেষণায় সফটওয়্যারটির কার্যকারিতা প্রমাণ পেয়েছেন তারা। যদিও এখনো নামকরণ হয়নি সফটওয়্যারটির। সফটওয়্যারের সাহায্যে কথা বলছেন মার্কিন নাগরিক প্যাটপিনিট। প্যারালাইসিসের কারণে সাধারণ ভাবে কথা বলতে অক্ষম তিনি। তবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা তাকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কথা বলতে সাহায্য করছে। Breen gate consultium এর অংশ হিসেবে উনিশ বছর ধরে এই বিষয়ে গবেষণা করছেন স্ট্যানফোর্ড এর গবেষকরা।

এই প্রযুক্তিতে মাথার খুলিতে লাগানো একটি ছোট চিপের সাথে কম্পিউটার যুক্ত করা হয়। যা মস্তিষ্কের সংকেতগুলোকে ভাষাতে রূপান্তরিত করে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি অধ্যাপক ‘জেইমি হেন্ডারসন’ বলেন, মস্তিষ্কের কোষগুলো থেকে পাওয়া সংকেতকে রোগীর খুলিতে স্থাপিত একটি পেরেস্টিল ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের সফটওয়্যারে পাঠানো হয়। সংকেত গুলোকে বিশ্লেষণের পর আলগরিদম সেগুলোকে শব্দে রুপান্তরিত করে। Language model শব্দ গুলোকে স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করে। এরপর বাক্যগুলোকে স্ক্রিনে পাঠ্য আকারে দেখা যায় এবং ভয়েস প্রোগ্রাম সেটিকে পরে সোনায়। এই সফটওয়্যার ব্যবহার করে এক নারীর উপর পৃথক গবেষণা চালিয়েছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। প্যারালাইসিসের কারণে সতেরো বছর ধরে কথা বলতে পারেননি তিনি। অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্কের উপরে খুলির নিচে একটি চিপ বসানো হয়েছে। এতে অ্যানের মস্তিষ্কের সংকেত গুলোকে বাক্যে রূপান্তরিত করা সহজ হয়। 

ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি গবেষক ‘শন মেটজার’ বলেন, আমরা পাঠ্য ও শব্দগুলোকে ডিকট করেছি। রোগীরা কি বলার চেষ্টা করছে তা জানতে পেরেছি। পরে একটি থ্রিডি এনিমেটেড অভয়ব তাদের মুখের নাড়াচাড়াকে অনুকরণ করে সেগুলোকে প্রকাশ করছে। যেন তাদের আবেগগুলোকে বোঝা যায়। 

বর্তমানে উভয় গবেষণাতেই কথা বলার জন্য তাড়ের মাধ্যমে কম্পিউটার সিস্টেমের সাথে যুক্ত হতে হয়েছে। ভবিষ্যতে যেন তার বিহীন অবস্থায় সফটওয়্যারটি ব্যবহার করা যায় সেজন্য এর উন্নয়নে কাজ করছেন বিশ্ববিদ্যালয় দুটির গবেষকরা। আই নিউজ/আর


আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -যুক্তরাষ্ট্রে তেলাপিয়া মাছ খেয়ে হাত-পা হারালেন এক নারী!

Tilapia Alert | US womanTilapia fish alert! | US woman 

আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে রান্না করে খেয়েছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লড়াবাড়াজাস নামের চল্লিশ বছর বয়সী এক নারী।

কে জানতো তার খাওয়ার সামুদ্রিক তেলাপিয়ার মধ্যে ছিল প্রাণঘাতী ভিব্রিও ভালনিফিকাস প্রজাতির ব্যাকটেরিয়া। এছাড়াও মাছটিকে আধা সেদ্ধ করে খেয়েছিলেন তিনি। এতে করে ব্যাকটেরিয়া সংক্রমিত হয় তার শরীরে। পরে হাত, পা ও শরীরের নিচের অংশ কালো হয়ে যায়। এ ছারাও দেখা দেয় কিডনি জটিলতা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে শারীরিকভাবে কোমায় চলে যান তিনি।

এই অবস্থায় গেলো বৃহস্পতিবার লড়াবাড়াজাসের জীবন বাঁচাতে অপারেশনের মাধ্যমে তার দুটি হাত ও দুটি পা কেটে ফেলেন চিকিৎসকরা। বর্তমানে লড়াবাড়া জাসের পরিবার অনাকাঙ্খিত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এছাড়াও তার চিকিৎসা ব্যয় মেটাতে গো ফান্ডমি নামে একটি ক্যাম্পিং চালু করা হয়েছে। এরই মধ্যে এই উয্যোগের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে তার পরিবার ও বন্ধুরা। যুক্তরাষ্ট্রের প্রতি বছর ভিব্রিও ভালনিফিকাস ব্যাকটেরিয়া সংক্রমণের দেড়শ থেকে দুশোটি ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় রোগ নিয়ন্ত্রণ বিভাগ। আক্রান্তদের মধ্যে গড়ে প্রতি পাঁচজনে একজনের ঘটে প্রাণহানি। আই নিউজ/আর


আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -ইরান-আমেরিকার বন্দিবিনিময়!

 Iran USA Prisoner Swap Deal

আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -বন্দি বিনিময়ের চুক্তির আওতায় সোমবার পাঁচ মার্কিন নাগরিককে মুক্তি দেয় ইরান। পরে তাদেরকে একটি বিশেষ বিমানে করে কাতারের দোহা বিমান বন্দরে নিয়ে আসা হয়। যেখানে আগে থেকেই অবস্থান করছিলেন মার্কিন কর্মকর্তা ও আটক থাকাদের স্বজনেরা।

ইরানের কারাগার থেকে দীর্ঘদিন পর মুক্তি প্রাপ্ত নাগরিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনও ওই পাঁচজনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন। এদিন বন্দী বিনিময় চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রও পাঁচ ইরানিকে মুক্তি দিয়েছে। একই সঙ্গে এই চুক্তির আওতায় ইরানের জব্দ করা বিপুল অর্থ ফেরত দেওয়া হয়েছে।

তেহরান নিশ্চিত করেছে যে, দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ছয়শো কোটি ডলার কাতারের আল আহুলিও দুখান ব্যাঙ্কের ইরানি একাউন্টে জমা হয়েছে। এদিকে দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ে হওয়ার দিন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ রেজাত ও দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। আহমেদ রেজাতের বিরুদ্ধে অভিযোগ তিনি গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় কে বিভিন্ন মেটেরিয়াল সরবরাহ করেছেন। যেগুলো মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে তাদের যুক্তরাষ্ট্রে থাকা যেকোনো ধরনের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। আই নিউজ/আর


আজকের নিউজ ৯/২০/২০২৩ -ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত শান্তি পাবে না ইসরায়েল

President Erdogan meets with Israeli Prime Minister Netanyahu President Erdogan meets with Israeli Prime Minister Netanyahu

আজকের নিউজ ৯/২০/২০২৩ -পৃথক এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে অনুমোদন না দেওয়া পর্যন্ত শান্তির সন্ধান পাবে না ইজরাইল। মঙ্গলবার এ মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান।

জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সাইড লাইনে তুর্কি রাষ্ট্রপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় রিসেপ তায়েফ এরদোগান স্পষ্টভাবে জানান ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের পাশেই রয়েছে তুরস্ক।

এমনকি আন্তর্জাতিক আইন মোতাবেক তাদের অধিকার আদায়েও কাজ করবে আঙ্কাররা। দখলকৃত পশ্চিম তীর এবং গাঁজা উপত্যকায় আগ্রাসন বন্ধ আহ্বান জানান তিনি। ২০১০সালে ফিলিস্তিনে ত্রাণ সহযোগিতা নিয়ে যাওয়ার সময় তুর্কি জাহাজ ইজরায়েলি হামলার শিকার হয়। প্রাণ হারান দশ নাবিক। এরপরেই দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। গেল বছর শীর্ষ নেতাদের সফরের পর পুনরায় স্বাভাবিক হয় এই সম্পর্ক। আই নিউজ/আর


আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -সৌদি আরবের নতুন মানচিত্রে নেই ইসরাইল, পুরোটাই ফিলিস্তিন ভূখণ্ড!

আজকের নিউজ ৯/২০/২০২৩ Suadi Updated Map | Israel

আজকের নিউজ ৯/২০/২০২৩​​​​​​​ -১৯৪৮ সালে ইজরাইল গঠিত হওয়ার পর থেকেই ফিলিস্তিন সংকটের শুরু। বিগত কয়েক দশক ধরেই সংঘাত চলছে অঞ্চলটিতে। ইজরায়েলীদের বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনা, আল আকসায় প্রবেশ নিয়ে কড়াকড়ি, শরণার্থী শিবিরগুলোতে হামলার অভিযোগ করে আসছেন ফিলিস্তিনিরা। 

অন্যদিকে ইজরায়েলি সেনাদের ওপর আক্রমণের কথা জানিয়ে পশ্চিমতীর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় বলে দাবি তেলআবিবের। এসব অভিযানে বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সত্ত্বেও নিজের অবস্থানে অটল ইজরাইল। দুপক্ষের মধ্যে কয়েকবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও কোন ফল আসেনি।

ফিলিস্তিন ইজরাইল চলমান সংকট সমাধানে এবার এগিয়ে এসেছে সৌদি আরব। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে এ সংক্রান্ত আলোচনা হতে পারে। মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা শীর্ষক একটি বৈঠকে বিষয়টি উত্থাপন করবে সৌদি আরব। এতে আরব লীগ, ইউরোপি ইউনিয়ন, জর্ডান ও মিশর অংশ নেবে বলে জানা গেছে। জাতিসংঘের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে সাধারণ পরিষদে শান্তি আলোচনায় অংশ নেবে না ফিলিস্তিন ইজরাইল। যদিও সৌদি আরবের এই উদ্যোগে দীর্ঘদিন ধরে থমকে থাকা মধ্য প্রাচ্যের শান্তি আলোচনা গতি পাবে বলেও জানান ওই কর্মকর্তা

এদিকে সম্প্রতি সৌদি আরবের প্রকাশিত নতুন ম্যাপে ইজরাইলি ভূখণ্ডকে ফিলিস্তির নামে দেখানোয় আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে আলোচনা। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রিয়াদের সঙ্গে যখন তেলআবিবের সম্পর্ক জোরদারের প্রক্রিয়া চলছে তখন নতুন এই ম্যাপ প্রকাশে সব অগ্রগতি ভেস্তে যেতে পারে। অনেকে বলছেন ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হলে আগে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় অগ্রগতি হতে হবে ওয়াশিংটনকে এমন বার্তা দিতে চায় রিয়াদ। আই নিউজ/আর

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়