Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

মো. রওশান উজ্জামান রনি

প্রকাশিত: ১০:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:৫০, ৯ অক্টোবর ২০২৩

আজকের নিউজ ২০২৩

আজকের নিউজ ২১/৯/২০২৩ বিশ্ব সংবাদ

আজকের নিউজ ২১/৯/২০২৩ বিশ্ব সংবাদ

আজকের নিউজ ২১/৯/২০২৩ বিশ্ব সংবাদ

আজকের নিউজ ২১/৯/২০২৩ -কোরআন হাতে জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট

বিশ্ব সংবাদ

আজকের নিউজ ২১/৯/২০২৩ -পবিত্র কোরআন হাতে জাতিসংঘের অধিবেশনে ভাষণ দিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের প্রেসিডেন্ট কোরান হাতে শুধু ভাষণই দেননি দিয়েছেন কোরআন অবমাননার কঠোর জবাবও। প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ইরানি প্রেসিডেন্টের সাথে গলা মিলিয়ে পবিত্র কোরআন অবমাননার জন্য পশ্চিমাদের রীতিমতো করেছেন তিরস্কার। 

বাক স্বাধীনতা নামে এ ধরনের কর্মকাণ্ডকে বৈষম্য মূলক উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তারা। দুজনের বক্তৃতায় যেন রীতিমতো ঝড় বয়ে গেল নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে। কোরআন নিয়ে ইরান ও তুরস্কের প্রেসিডেন্টের বক্তৃতা একদম পিনপতন নীরবতায় শুনেছে পশ্চিমার সব নেতারা। গত উনিশ সেপ্টেম্বর জাতিসংঘের আটাত্তরতম সাধারণ অধিবেশনে এমনই ঘটনার সাক্ষী হয় পুরো বিশ্ব। 

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার ভাষণে দাবি করেন, বাক স্বাধীনতার অজুহাতে পশ্চিমারা অন্যদিকে সবার মনোযোগ সরাতে চাইছে। তবে অসম্মানের আগুন ঐশ্বরিক সত্যকে আড়াল করতে পারবে না বলেও উল্লেখ করেন মুসলিম বিশ্বের এই নেতা। এই সময় ফ্রান্সের প্রতি ইঙ্গিত করে সমালোচনা করেন রাইসি। কারণ দেশটিতে বিতর্কিত ভাবে মুসলিম মেয়েদের ইস্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে।

পশ্চিমা দেশগুলোতে ইসলামোফোবিয়া এবং সাংস্কৃতিক বৈষম্য দেখা যাচ্ছে পবিত্র কোরান অবমাননা থেকে শুরু করে স্কুলে হিজাবের উপর নিষেধাজ্ঞা এবং অন্যান্য অনেক শোচনীয় বৈষম্য মানব মর্যাদা ক্ষুণ্ণ করছে। 

এদিকে ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আগে কোরআন অবমাননার জন্য পশ্চিমাদের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান। তিনি তার ভাষণে কুর্তি কর্মীদের স্বাগত জানানোর পাশাপাশি সুইডেনকে ইঙ্গিত করে বলেন ইসলামোফোবিয়া ও বর্ণবাদকে উস্কে দিচ্ছে পশ্চিমার দেশগুলো। 

পশ্চিমা দেশগুলো ইসলামোফোবিয়া সহ বর্ণবাদকে উসকে দিচ্ছে। এটি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। দুর্ভাগ্যবশত অনেক দেশের পপুলিস্ট রাজনীতিবিদরা এই ধরনের বিপজ্জনক প্রবণতাকে উৎসাহিত করে আগুন নিয় খেলা চালিয়ে যাচ্ছেন।

যে মানসিকতায় ইউরোপে বাক স্বাধীনতার ছদ্মবেশে পবিত্র কোরআনের বিরুদ্ধে জ'ঘন্য আক্র'মণকে উৎসাহিত করে তা মূলত নিজের হাতেই ইউরোপ তার ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে বলেও উল্লেখ করেন রিসেপ তায়েব এরদোয়ান। সম্প্রতি কয়েক দফায় পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে ইউরোপের দেশ সুইডেনে। মুসলিম বিশ্বের প্রতিবাদের মুখে এসব ঘটনার নিন্দা জানালেও দেশটির সরকারের দাবি স্বাধীন মত প্রকাশের আইনের অধীনে তা বন্ধ করা সম্ভব নয়। এর পরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে কঠর জবাব দিলেন মুসলিম বিশ্বের এই দুই নেতা। 

উল্যেক্ষ গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের শুরু হয়েছে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন। এবারের অধিবেশনের যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের শতাধিক রাষ্ট্রপ্রধান। মাত্র ৫১ টি দেশ নিয়ে তৈরি হওয়ার সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯৩। জাতিসংঘের প্রধান শাখা ৬ টি। যার মধ্যে তিনটি শাখা কে মনে করা হয় সংস্থাটির কার্যক্রম পরিচালনার জন্য অপরিহার্য। এগুলো হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও সেক্রেটারিয়েট বা সচিবালয়।


আজকের নিউজ ২১/৯/২০২৩ -রূপপুরকে 'যেভাবে নিরাপদ রাখবে' জাতিসংঘের পরমাণু সংস্থা!

বিশ্ব সংবাদ

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র_Rooppur Nuclear Power Plant | IAEARooppur Nuclear Power Plant | IAEA

আজকের নিউজ ২১/৯/২০২৩ -অস্ত্র নয় মানবিক কল্যাণে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। রুশ প্রতিষ্ঠান রসাটমের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তায় রূপপুরে ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প।

আর এই মহাযজ্ঞের প্রতিটি ধাপ সম্পন্ন হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নীতিমালা যথাযথ ভাবে মেনেই। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় আনুষ্ঠানিকভাবে জ্বালানি হস্তান্তরের কথা। যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন রুশ প্রেসিডেন্ট ব্লাদির পূতিন।

আসছে মাহেন্দ্রক্ষনের আগ মুহূর্তে জাতিসংঘর সাধারণ অধিবেশনের ফাঁকে New York এ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফেল মারিয়ানো গ্রোসির। বৈঠকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে বাংলাদেশের থাকার কথা জানান সংস্থাটির সর্বোচ্চ নির্বাহী। নিশ্চিত করেন প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে অব্যাহত থাকবে সংস্থাটির সহযোগিতা। 

বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থার পাশে থাকার এই বার্তা নিশ্চিত করবে রূপপুরের মত স্পর্শকাতর স্থাপনা নিরাপত্তা আর সুরক্ষিত উপায়ে বিদ্যুৎ উৎপাদন। সরকারের পরিকল্পনায় রয়েছে আগামী বছর রুপুরের প্রথম ইউনিট উদ্বোধন। আর সে আনুষ্ঠানিকতায় যোগ দিতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই ইতিবাচক সাড়া দিলেন IAEA এর মহাপরিচালক। যা আন্তর্জাতিক মানদণ্ড মেনে রূপপুরের কাজ এগিয়ে নেওয়ার স্বীকৃতি বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিদ্যুৎ ছাড়াও কৃষি চিকিৎসা সহ মানবিক উন্নয়নে সহযোগিতার কথা জানান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক। প্রধানমন্ত্রীর কাছে আগ্রহ প্রকাশ করেন atom for food উদ্যোগে বাংলাদেশের সঙ্গে কাজ করার।

আই নিউজ/আর

আরও পড়ুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়