আন্তর্জাতিক ডেস্ক
আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না: ইসরায়েল
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি- অনলাইন
ইসরায়েল ও হামাসের মধ্যকার চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না, এখানেই এটি শেষ করতে চাই।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেনিয়ামিন এসব কথা বলেন। যদিও এর আগে শনিবার হামাসের হামলার পরপরই তিনি হামাসের বিরুদ্ধে চরম হুশিয়ারি দিয়েছিলেন সেই সঙ্গে এটিকে স্টেট ওয়ার হিসেবেও ঘোষণা দেন। যার পরিপ্রেক্ষিতে আমেরিকা ও বৃটেনের পক্ষ থেকে ইসরায়েলের সহযোগিতার জন্য যুদ্ধজাহাজসহ সমরাস্ত্র পাঠানোর খবর বিশ্ব গণমাধ্যমে জানা গেছে।
হামাসকে মোকাবিলায় ইসরায়েল ৩ লাখ সৈন্য মোতায়েন করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালে ইয়ম কাপ্পুর যুদ্ধের পর ৪ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত করে ইসরায়েল। আর হামাসের হামলার পর এই প্রথম এত সৈন্য মোতায়েন করেছে তেল আবিব।
জাতির উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধের মধ্যে আছে, তাই আমরা আর যুদ্ধ শুরু করতে চাই না। আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও এটি ভালোভাবে শেষ করবে।
শনিবার সকালে হামাসের অতর্কিত হামলায় ৭০০ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৩০০ জনের অধিক ইসরায়েলি।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে ব্যঙ্গ করে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এবং এটি তারা দীর্ঘদিন মনে রাখবে। তিনি গাজাবাসীকে গাজা ছেড়ে যেতে বলেন এবং হুশিয়ারি দেন গাজাকে জনমানহীন শূন্য করে দেয়ার।
তিনি আরো বলেন, হামাস আমাদের ওপর হামলা চালিয়ে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিল। এর জন্য আমরা তাদের এমন অবস্থা করব যেন ইসরায়েলের শত্রুরা এটি মনে রাখে।
নেতানিয়াহু বলেন, তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়েছে। নারী ও শিশুদের অপহরণ করেছে। হামাস জঙ্গি সংগঠন আইএস’র মতো কাজ করেছে।
- সূত্র: এনডিটিভি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’