আন্তর্জাতিক ডেস্ক
মুক্তি পাওয়ার পর হামাসের ব্যবহার ‘ভালো’ বললেন ইসরায়েলি বন্দী
হামাসের কাছ থেকে সম্প্রতি মুক্তি পাওয়া যুদ্ধ বন্দী নারী। ছবি- সংগৃহীত
ইসরায়েলে আচমকা হা ম লা চালানোর দিন বেশকিছু ইসরায়েলি নাগরিককে বন্দী করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠী হামাস। সং ঘাতের শুরু থেকে এই বন্দীদের মুক্তি দিতে চাপ দেয়া হচ্ছিল হামাসকে। সে প্রেক্ষিতে ৪ বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। সর্বশেষ মুক্তি পাওয়া এক ইসরায়েলি বন্দী নারী গণমাধ্যমকে জানিয়েছেন, অপহরণের সময় হামাস সদস্যরা মারধর করেছিল, কিন্তু গাজা উপত্যকায় বন্দি থাকার সময় ‘ভালো’ ব্যবহার করেছিল।
ইয়োশেভেদ লিফশিৎজ নামের ওই ইসরায়েলি নারী মঙ্গলবার তেল আবিবের একটি হাসপাতালের বাইরে হুইলচেয়ারে বসে তিনি এই কথা জানান। খবর: আল-জাজিরা
ইয়োশেভেদ লিফশিৎজ বলেন, ‘অপহরণকারীরা গত ৭ অক্টোবর একটি মোটরসাইকেলের পেছনে করে গাজায় নিয়ে যায়। আমি যখন বাইকে ছিলাম, তখন আমার মাথা একপাশে এবং আমার শরীরের বাকি অংশ অন্য দিকে ছিল। পথে তারা আমাকে মারধর করে। এতে আমার পাঁজর ভাঙেনি, তবে আমার শ্বাস নিতে অসুবিধা হয়েছিল।’
ইসরায়েলি এ নারী আরও বলেন, ‘আমি যেন জাহান্নামের মধ্য দিয়ে গেছি। আমরা ভাবিনি বা জানতাম না যে আমরা এই পরিস্থিতিতে পৌঁছব।’
তবে গাজায় নেওয়ার পর তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছিল বলে জানান মুক্তি পাওয়া ইসরায়েলি নারী ইয়োশেভেদ লিফশিৎজ। তিনি বলেন, হামাস সদস্যরা আমার সঙ্গে ভালো আচরণ করেছিল। তারা যে খাবার খেত সেই খাবার আমাকে ও অন্য বন্দিদের খেতে দিত এবং চিকিৎসার জন্য একজন ডাক্তারকে নিয়ে এসেছিল।’
হামাস বন্দিদের সব চাহিদা মেটাতো বলে জানান ৮৫ বছর বয়সী এ ইসরায়েলি নারী।
দুই সপ্তাহ ধরে বন্দি ইয়োশেভেদ লিফশিৎজ ও নুরিত কুপারকে (৭৯) গত সোমবার রাতে মুক্তি দেয় হামাস। কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস তাদের ‘মানবিক’ কারণে মুক্তি দিয়েছিল বলে গণমাধ্যমে উল্লেখ করা হয়। ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা চালানোর পর থেকে এই নিয়ে চার ইসরায়েলি নারী বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তবে বিদেশি এবং দ্বৈত নাগরিকসহ এখনও প্রায় ২১৮ জন হামাসের হাতে বন্দি রয়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’