আন্তর্জাতিক ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব পাস
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে আরব রাষ্ট্রগুলো। ছবি- সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় মানবিক কারণে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আরব রাষ্ট্রগুলোর উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে। গেল সপ্তাহের মঙ্গলবার সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে আরব রাষ্ট্রগুলো। খবর: দ্য গার্ডিয়ান, আল জাজিরা
প্রস্তাবটি উত্থাপন করার পরই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মানবিক কারণে যুদ্ধবিরতি পক্ষে ভোট দেন ১২০টির প্রতিনিধিরা। ভোটদানে বিরতি ছিল ৪৫টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১৪টি দেশ।
জানা গেছে, সাধারণ পরিষদে তোলা উত্থাপিত প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি টেকসই ও দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির মধ্য দিয়ে মানবিক সহায়তা ও ত্রাণ সরবরাহ নিরাপদ করা, অঞ্চলটির উত্তরাংশের বাসিন্দাদের সরে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের নির্দেশ বাতিল করা, এই যুদ্ধে সব বেসামরিক জিম্মিকে মুক্ত করার কথা বলা হয়। প্রস্তাবটিতে সরাসরি হামাসের নাম উল্লেখ করা হয়নি।
ভোটের আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার অর্থ এই অর্থহীন যুদ্ধ, এই বুদ্ধিহীন হত্যাকাণ্ডকে অনুমোদন করা। অন্যদিকে, ইসরায়েল ভোটের এই ফলাফলকে ‘কলঙ্কজনক’ বলে নিন্দা করেছে।
গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের লাগাতার বোমা বর্ষণে ধ্বংসস্তূপে দাঁড়িয়েছে উপত্যকাটি। মানবিক পরিস্থিতি বর্ণনার বাইরে। হামাস-ইসরায়েলি বাহিনীর এই লড়াই বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যবস্থা না নিতে পারায় এবার প্রস্তাবটি পাশ হলো সাধারণ পরিষদে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’