Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪, ৬ নভেম্বর ২০২৩

গাজায় ইসরায়েলি হামলায় ১ মাসে ১০ হাজার মানুষ নি হ ত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে সহস্রাধিক ভবন। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে সহস্রাধিক ভবন। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো বর্বর হামলায় গত এক মাসে ১০ হাজারের বেশি মানুষ নি হ ত হয়েছেন। এদের মধ্যে শিশু এবং নারীদের সংখ্যাই বেশি। তবে, নি হ ত শিশুর সংখ্যা গাজায় সবথেকে বেশি। এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (৬ নভেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত ৭ অক্টোবর ইসরাইলে অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পর থেকে অবরুদ্ধ গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। 
 
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত এক মাসে ইসরাইলের হামলায় মোট ১০ হাজার ২২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪ হাজার ১০৪ শিশু ও ২ হাজার ৬৪১ জন নারী রয়েছে।  

এ ছাড়াও, ইসরাইলি হামলা আহত হয়েছেন ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি। 

গাজায় প্রতিনিয়তই হামলা জোরদার করছে ইসরাইলি বাহিনী। সোমবার পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামাসের সাড়ে ৪শ’ অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। সেইসঙ্গে স্থল অভিযান চালিয়ে সংগঠনটির নতুন বেশ কয়েকটি সুড়ঙ্গ ধ্বংস করা হয় বলেও জানায় ইসরাইলি সেনাবাহিনী।

গাজা উপত্যকাকে দুইভাগে ভাগ বিভক্ত করার দাবি তুলে আইডিএফ জানিয়েছে, তাদের সেনারা যেন ট্যাংক নিয়ে গাজার আরও ভেতরে প্রবেশ করতে পারে সেজন্যই হামলার মাত্রা বাড়ানো হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদন মতে, রোববার (৬ নভেম্বর) রাতভর গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে এক রাতেই দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। 
 
আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়