Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ১৩ নভেম্বর ২০২৩

ইসরায়েলি হামলায় গাজায় বন্ধ ২২টি হাসপাতাল

গাজায় একটি হাসপাতালের সামনে ফিলিস্তিনিদের ভিড়। ছবি- আল জাজিরা

গাজায় একটি হাসপাতালের সামনে ফিলিস্তিনিদের ভিড়। ছবি- আল জাজিরা

স্বাধীনতাকামী ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার ভয়াবহতা বেড়েই চলেছে। ইসরায়েলের হামলার থেকে রেহাই পাচ্ছেন না হাসপাতালে থাকা রোগী, চিকিৎসক-নার্সসহ সাধারণ মানুষ। হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকায় বাইশটি হাসপাতাল বন্ধ রয়েছে বলে খবর প্রকাশ করেছে ফিলিস্তিন সরকারের প্রেস সার্ভিস। এতে করে যুদ্ধবিদ্ধস্ত গাজায় জরুরি চিকিৎসা সেবার নাজুক পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। 

গাজা উপত্যকা সরকারের প্রেস সার্ভিস ফেসবুকে দেওয়া এক বার্তায় বলেছে, গাজায় ‘ইসরায়েলি আগ্রাসনের কারণে’ সেখানের ২২টি হাসপাতাল এবং ৪৯টি চিকিৎসা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ওই বার্তায় আরো বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজায় ৫৩টি অ্যাম্বুৃেলন্সে লক্ষ্য করে হামলা চালায়।

চালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। হামাসের দাবি তাদের এ হামলা হচ্ছে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি রাষ্ট্রের হামলার একটি প্রতিক্রিয়া।

ইসরায়েল গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরোধ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি লেবানন এবং সিরিয়ার সুনির্দিষ্ট কিছু এলাকায় হামলা শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়