আন্তর্জাতিক ডেস্ক
আরও ১১ জিম্মিকে মুক্তির বিনিময়ে ৩৩ ফিলিস্তিনিকে পেল হামাস
ছবি- সংগৃহীত
ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধ বিরতির চতুর্থ দিন আজ। যুদ্ধ বিরতির চতুর্থ দিন আরো ১১ জিম্মিকে মুক্তিদানের বিনিময়ে ৩৩ জন ফিলিস্তিনিকে পেয়েছে হামাস। এ নিয়ে মোট ৬৯জন জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার রাতে তাদেরকে মুক্তি দেওয়া হয়।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জিম্মির বিনিময়ে তেলআবিব ৩৩ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। যাদের মধ্যে তিনজন নারী এবং ৩০জন শিশু রয়েছে। এ নিয়ে দেড়শ’ শিশু ও নারী কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।
উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চারদিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। এ চুক্তি অনুযায়ী, হামাস ৫০ বন্দিকে মুক্তি দিয়েছে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। সোমবার ছিল এই চুক্তির শেষ দিন।
যদিও ইসরায়েল হুমকি দিয়ে এসেছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবারো গাজায় হামলা চালানো শুরু করবে। তবে শেষমুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির মেয়াদ আরো দু’দিনের জন্য বাড়ানো হয়।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’