আন্তর্জাতিক ডেস্ক
কেউ সমর্থন না করলেও গাজায় হামলা চলবে: ইসরায়েল
ছবি- সংগৃহীত
ফিলিস্তিনিদের উপর বিশেষ করে গাজা উপত্যকায় বর্বর হামলার দরুন ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে শুরু করেছে। ইসরায়েলের পরমমিত্র এবং যুদ্ধসহযোগী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নেতানিয়াহুর প্রতি এমন সতর্ক বার্তা দিয়েছেন। যদিও এতে ভড়কে যায় নি ইসরায়েল। ইসরায়েল জানিয়েছে আন্তর্জাতিক সমর্থন না থাকলেও গাজায় হামলায় অব্যাহত রাখা হবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মূলত গাজায় বেসামরিক হতাহতের জেরে বিশ্বজুড়ে ব্যাপক চাপের মুখে পড়েছে ইসরায়েল। এরিমধ্যে ১৯ হাজার ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইহুদি ইসরায়েলি বাহিনী। এবার তারা প্রকাশ্যেও বিশ্বকে জানিয়ে দিল কেউ সমর্থন না করলেও তারা হামলা চালিয়ে যাবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সমর্থনসহ বা ছাড়াই’ ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাবে বলে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন। তার দাবি, সংঘাতের এই পর্যায়ে গাজায় যুদ্ধবিরতি হলে তা হামাসের জন্য একটি ‘উপহার’ হবে এবং গোষ্ঠীটিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি বেসামরিক মানুষের সংখ্যা এবং সেখানে মানবিক সংকটের কারণে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে ইসরায়েল। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। যদিও এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের আরও কিছু মিত্র দেশ।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের নিহত হয়েছেন ১৮ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’