আন্তর্জাতিক ডেস্ক
তিন জিম্মি হ ত্যা করে নিজ দেশে চাপে ইসরায়েল
শনিবার দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণের পরের দৃশ্য। ছবি- AFP
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হাতে তিন জিম্মিকে 'ভুল করে' হ ত্যা করেছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। ওই তিন জিম্মিকে ভুল করে গুলি করে হ ত্যা র সময় তাঁদের হাতে সাদা পতাকা ছিলো বলে উঠে এসেছে খোদ ইসরায়েলি তদন্তে।
ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত তিন ইসরায়েলি হলেন- ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) এবং অ্যালন শামরিজ (২৬)। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।
এক বিবৃতি দিয়ে ইসরায়েলি বাহিনী জানিয়েছেন, গাঁজার উত্তরাঞ্চলের শেজাইয়া এলাকায় গেল শুক্রবার অভিযানের সময় তাদের গুলিতে ওই তিন জন নিহত হয়েছেন। এ ঘটনাকে 'অবর্ণনীয় দুঃখজনক' বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শান্তির প্রতীক হাতে রেখেও হ ত্যা!
এ ঘটনার পরদিন শনিবার একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা বলেছে, ভুল করে ওই তিন জিম্মিকে গুলি করে হ ত্যা র সময় তাঁদের হাতে সাদা পতাকা ছিল। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আল জাজিরাকে এ তথ্য জানান ইসরায়েলের ওই সামরিক কর্মকর্তা।
তিনি বলেন, একজন সেনা গত শুক্রবার শেজাইয়া এলাকায় স্বল্প দূরত্ব থেকে ওই তিন জিম্মিদের বেরিয়ে আসতে দেখেন। তাঁদের হাতে থাকা একটি লাঠিতে সাদা কাপড় বাঁধা ছিল। সংশ্লিষ্ট একজন সেনা তখন এই জিম্মিদের উপর হুমকি মনে করে হা ম লা চালান। এ ঘটনায় তাৎক্ষণিক দুইজন নিহত হন। তৃতীয়জন গুরুতর আহত হন। তাঁকে কাছাকাছি একটি ভবনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এসময় হিব্রু ভাষায় সাহায্য চান আহত জিম্মি। যদিও পরে তিনিও মারা যান।
ঘটনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ
এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে তিন জিম্মি হ ত্যা র খবর ছড়িয়ে পড়লে শুক্রবার রাত থেকেই ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ করেন দেশটির নাগরিকরা। তারা দেশটির প্রতিরক্ষা সদর দপ্তরের সামনে অবস্থান নেন। এসময় অনেকে নেতানিয়াহু সরকারের প্রতি তীব্র ক্ষোভ জানিয়ে করে বক্তব্য দেন।
জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনায় বসতে আগে থেকেই ইসরায়েলের বেতর থেকে চাপ ছিল নেতানিয়াহু সরকারের উপর। তিন জিম্মি হ ত্যা র ঘটনার পর এ চাপ আরও বেড়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’