আন্তর্জাতিক ডেস্ক
গাজায় যুদ্ধ বন্ধ করতে নারাজ নেতানিয়াহু, বাড়ছে চাপ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি- দ্য টাইমস অব ইসরায়েল
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ বাড়লেও গাজায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে নারাজ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলের এই প্রধানমন্ত্রী জানিয়েছেন, হামাসকে ধ্বংস করার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলা বন্ধ হবে না।
এদিকে সম্প্রতি গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরও একটি প্রস্তাব পাস হয়েছে। যদিও ইসরায়েল এই প্রস্তাবে সম্মত হয়নি। তারা যুদ্ধ প্রস্তাব আলোচনার মাঝেও গাজা উপত্যকায় মুহুর্মুহু হামলা অব্যাহত রেখেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির অভ্যন্তরেও নাগরিকদের চাপের মুখে আছেন। গাজায় হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি যুদ্ধবন্দীদের পরিবার, স্বজনরা। এরপরও যুদ্ধ বন্ধের ব্যাপারে নাকচ করে দিয়েছে নেতানিয়াহু।
গত সোমবার (২৪ ডিসেম্বর) গাজায় লড়াইরত ইসরায়েলি সেনা সদস্যদের সঙ্গে দেখা করেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরে নিজ দল লিকুদ পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে দেখা করেন তিনি। তাদেরকে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি আছে। নেতানিয়াহুর সরকার যুদ্ধ থামাতে সম্মত হতে পারে, সংবাদমাধ্যমের এমন গুঞ্জনও অসত্য বলে দিয়েছেন নেতানিয়াহু।
বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, 'আমরা থামছি না। এই যুদ্ধ শেষ পর্যন্ত চলবে, যতক্ষণ না আমরা বন্ধ করছি; এর সামান্য আগেও যুদ্ধ থামবে না।'
ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ তিন মাস ধরে চলছে। যুদ্ধ বন্ধে এখন দেশে-বিদেশে চাপের মুখে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির দাবিতে সর্বশেষ ২৫ ডিসেম্বর বড়দিনের উৎসব ঘিরে বিভিন্ন দেশে যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মানুষ। বড়দিনের ভাষণে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।
ইসরায়েলের অভ্যন্তরেও নাগরিকদের চাপের মুখে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্দী থাকা ইসরায়েলিদের উদ্ধারে তাঁদের পরিবারগুলো বিক্ষোভ জোরদার করেছে। সোমবার (২৪ ডিসেম্বর) পার্লামেন্টে নেতানিয়াহুর বক্তব্যের সময় দুয়ো দিতে থাকেন জিম্মিদের স্বজনরা। তাঁরা অবিলম্বে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে পদক্ষেপ নেওয়ার আহ্বাণ জানান।
নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। ইসরায়েলের একটি গণমাধ্যমে এই বিরোধী নেতা বলেন, 'যুদ্ধের মাঝপথে প্রধানমন্ত্রী পরিবর্তন ভালো কিছু নয়। কিন্তু এমন একজনের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা আরও ক্ষতিকর। তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারেন না।'
এদিকে সবশেষ খিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের দিনও অন্তত ২৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’