আন্তর্জাতিক ডেস্ক
গাজায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন ২৫০ জন
ইসরায়েলি হামলায় ধ্বংসের নগরীতে রূপ নিয়েছে গাজা উপত্যকা। ছবি- সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় তিন মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রত্যক্ষ মদদে নৃশংস হত্যাযজ্ঞ চলছে গাজায়। দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। এ পর্যন্ত গাজায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম জানিয়েছে ফিলিস্তিনে মানুষের মৃত্যু অন্য সব সংঘাতকে ছাড়িয়ে গেছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেসামরিক নাগরিকের নিহতের সংখ্যা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন বলে জানিয়েছে সংস্থাটি। তাঁরা বলছে, দৈনিক নিহত মানুষের সংখ্যার হিসাবে একবিংশ শতাব্দীর বড় সংঘাতগুলোর মধ্যে শীর্ষে রয়েছে গাজার যুদ্ধ।
শুক্রবার (১২ জানুয়ারি) গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ৭ অক্টোবর থেকে চলে আসা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অবরুদ্ধ উপত্যকাটিতে ২৩ হাজার ৭০৮ জন মানুষ নিহত হয়েছেন। তাঁদের ৭০ ভাগই নারী এবং শিশু।
এক বিবৃতিতে অক্সফাম বলেছে, গাজায় ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনের দৈনিক মৃত্যুর সংখ্যা একুশ শতকের অন্য যেকোনো বড় সংঘাতকে ছাড়িয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী প্রতিদিন গড়ে ২৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করছে।
অক্সফামের তথ্যানুযায়ী, সিরিয়ায় প্রতিদিন গড়ে ৯৬ জন, সুদানে ৫২ জন, ইরাকে ৫১ জন, ইউক্রেনে ৪৪ জন, আফগানিস্তানে ২৪ জন আর ইয়েমেনে ১৬ জন নিহত হয়েছে। সে জায়গায় গাজায় গড়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন ২৫০ জন বেসামরিক নাগরিক।
এদিকে, গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধের কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে গাজার। সপ্তাহে প্রয়োজনীয় ত্রাণসহায়তার মাত্র ১০ শতাংশ অবরুদ্ধ গাজায় পৌঁছুতে পারে। যা অবস্থা সামাল দেওয়ার মতো নয়।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’