আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের প্রেসিডেন্ট হচ্ছে চীনের অপ্রিয় লাই চিং- তে
আবারও তাইওয়ানের প্রেসিডেন্ট হতে চলেছে চীনের অপ্রিয় পাত্র লাই চিং- তে।
তাইওয়ানে গতকাল শনিবার ছিল প্রেসিডেন্ট নির্বাচনের দিন। শনিবার (১৩ জানুয়ারি) দেশটিতে সারাদিন ভোটগ্রহণ শেষে জয় পেয়েছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং- তে। যিনি আবার চীনের খুবই অপ্রিয় একজন পাত্র। তাইওয়ান ইস্যুতে চীনা আগ্রাসনের বাধা হিসেবে লাই চিং- তে কে দেখে আসছে চীন।
তাইওয়ানের স্থানীয় প্রচারমাধ্যমগুলোর তথ্য বলছে, ১ কোটি ৯৫ লাখেরও বেশি ভোটার রয়েছেন দেশটিতে। এর মধ্যে লাই চিং- তে ৫০ লাখের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শনিবার দেশটিতে ৮ ঘণ্টা ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা কয়রা হয়।
তাইওয়ানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লাই চিং- তে'র অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেশটির সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টিং হো ইয়ু ইহ এবং ২০১৯ সালে গঠিত তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি) নেতা কো ওয়েন- যে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তা তাঁরা দুজনেই মেনে নিয়েছেন।
সার্বভৌমত্বের প্রশ্নে চীনের সাথে এখনো সম্পর্ক শীতল হয়নি তাইওয়ানের। বরং, সময়ে সময়ে বেড়েই চলেছে তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক কর্মযজ্ঞ। এসবের মধ্যে আবারও তাইওয়ানের প্রেসিডেন্ট হতে চলেছে চীনের অপ্রিয় পাত্র লাই চিং- তে। যিনি স্থানীয়ভাবে উইলিয়াম লাই নামেও পরিচিত।
নির্বাচনে জয়ের পর লাই এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমের সামনে বলেন, চীনের ক্রমাগত হুমকি এবং ভীতি থেকে তাইওয়ানকে সুরক্ষা করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। তিনি তাইওয়ান প্রণালিতে স্থিতাবস্থা বজায় রাখবেন বলে জানান।
লাই চিং- তে আরও বলেন, আমাদের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় লেখার জন্য আমি তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। আমরা বিশ্বকে দেখিয়েছি যে আমরা গণতন্ত্রকে কতটা লালন করি। এটি আমাদের অটল অঙ্গীকার।
এদিকে নির্বাচনের আগে এমনকি নির্বাচনের প্রচারকালীন সময়েও লাই চিং- তে কে বারবার 'বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী' বলে আখ্যায়িত করেছে বেইজিং। সেই সঙ্গে তাঁর আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে চীনা প্রশাসন। এরপরও তাইওয়ানে স্থিতাবস্থা বজায় রাখার আশ্বাস দিয়েছেন লাই।
তাইওয়ানের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লাই চিং- তে'র অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দেশটির সবচেয়ে বড় বিরোধী দল কুয়োমিনতাং (কেএমটি) পার্টিং হো ইয়ু ইহ এবং ২০১৯ সালে গঠিত তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি) নেতা কো ওয়েন- যে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর তা তাঁরা দুজনেই মেনে নিয়েছেন।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’