আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিন-ইসরায়েল দুই রাষ্ট্র সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। ছবি- সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান ফিলিস্তিন এবং ইসরায়েল সংঘাত সমাপ্ত করতে ফিলিস্তিন-ইসরায়েল দুই রাষ্ট্র সমাধান চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় এরিমধ্যে ইহুদি প্রেসিডেন্ট নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন ইইউ পররাষ্ট্রবিষয়ক প্রধানসহ জোটের একাধিক দেশ। ইইউ স্পষ্ট করে বলে দিয়েছে তাঁরা চায়, মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানো।
সোমবার (২২ জানুয়ারি) দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় নেতানিয়াহুর সমালোচনায় মুখর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলসহ জোটভুক্ত দেশের একাধিত শীর্ষ কূটনীতিকরা। ইসরায়েলের সমালোচনা করে বোরেল বলেছেন, গাজায় হামাসকে ধ্বংসের ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না।
দুই রাষ্ট্র সমাধান বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতা অগ্রহণযোগ্য বলে জাতিসংঘের জানানো নিন্দার বিষয়টি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, আমরা যেটা করতে চাই, সেটা হলো দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানো। তাই এ নিয়ে কথা বলতে দিন।
সোমবার ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকের আগে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে বৈঠকে জোর দেন জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান। তিনি বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি অর্জন করতে পারবে না ইসরায়েল। যদিও, তখনো গাজার খান ইউনিসে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৪০ জন। গত ৭ অক্টোবর হামাসের হামলার জের ধরে শুরু হওয়া এ সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এমন সংঘাতপূর্ণ অবস্থায় মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন এবং ইসরায়েলকে নিয়ে দুই রাষ্ট্র গঠনকেই একমাত্র সমাধান হিসেবে দেখছেন ইইউর নেতারা। এ নিয়ে ইসরায়েল এবং ফিলিস্তিন ও গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পৃথকভাবে বৈঠক করেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। জোটের পররাষ্ট্রবিষয়ক প্রধানও আলাদাভাবে তাঁদের সঙ্গে বৈঠক করেন।
দুই রাষ্ট্র সমাধান বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতা অগ্রহণযোগ্য বলে জাতিসংঘের জানানো নিন্দার বিষয়টি পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেন, আমরা যেটা করতে চাই, সেটা হলো দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানো। তাই এ নিয়ে কথা বলতে দিন।
ইসরায়েলের উদ্দেশে বোরেল বলেন, শুধু সামরিক উপায়ে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা যাবে না। এ ছাড়া বিকল্প অন্য কোনো সমাধান তাদের চিন্তায় আছে? সব ফিলিস্তিনিকে চলে যেতে বাধ্য করা? তাঁদের হত্যা করা?
বোরেল আরও বলেন, ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইইউর অবশ্যই দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা এগিয়ে নেওয়া উচিত। একই কথা বলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবকও। তিনি বলেন, দুই রাষ্ট্র সমাধানই একমাত্র সমাধান। এমনকি যারা এ বিষয়ে জানতে চান না, এখন পর্যন্ত তারাও এর বিকল্প কিছু উপস্থাপন করতে পারেন নি।
- সূত্র- এএফপি ও রয়টার্স
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’