Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৯, ৩১ জানুয়ারি ২০২৪

মেক্সিকোতে ম র্মা ন্তি ক সড়ক দুর্ঘটনা, ১৯ জন নিহত

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

মেক্সিকোতে একটি ডাবল ডেকার বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে মর্মান্তিকভাবে ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। 

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

সিনালোয়া প্রদেশের অ্যাটর্নি জেনারেল সারা কুইনোনেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ১৯টি মৃতদেহ গণনা করা হয়েছে। দেহাবশেষ শনাক্ত করতে সময় লাগবে।

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জালিস্কোর গুয়াদালাজারা শহর থেকে সিনালোয়ার লস মোচিসে যাচ্ছিল। দুর্ঘটনার পর কর্মকর্তাদের যাত্রীবাহী এই বাসের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে দেখা গেছে।

সিনালোয়ার নাগরিক সুরক্ষার পরিচালক রায় নাভারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক এবং বাসে প্রায় ৫০ জন আরোহী ছিল। সড়কে উভয় যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরে আগুন ধরে যায়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়