মো. রওশান উজ্জামান রনি
আপডেট: ২০:০১, ২ ফেব্রুয়ারি ২০২৪
২০২৪ সালের বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট
বার্নার্ড আর্নল্ট | ছবি আই নিউজ
বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট। ধনীদের তালিকায় প্রায় পরিবর্তন আসে সম্পদের ভিত্তিতে এই তালিকা করা হয়। শেয়ারের দাম এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। শেয়ারের দাম কমলে ধনীদের সম্পদ মূল্য কমে আর দাম বাড়লে সম্পদ মূল্য বেড়ে যায়। এর প্রেক্ষিতে বিশ্বের সেরা ধনির তকমা হারালেন ইলন মাস্ক। বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্কের চোখে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। কে এই বার্নার্ড আর্নল্ট? বিস্তারিত পড়ুন আজকের প্রতিবেদনে।
টানা অনেক বছর ধরে বিশ্বের শীর্ষ ধনী ছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। কিন্তু তিনি এক সময় পেছনে পড়ে যান। তাকে হারিয়ে বিশ্বের সেরা ধনীর মর্যাদা লুফে নেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। কিন্তু কয়েক বছর পর তাকে হটিয়ে সে জায়গা নেন ইলন মাস্ক। এবার সেই রাজত্বে চিড় ধরিয়েছেন বার্নার্ড আর্নল্ট।
বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার কর্ণধার ইলন মাস্কে ছাড়িয়ে বিশ্বের সেরা ধোনি এখন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নড। ২৭ জানুয়ারি বিকেলে তিনি ইলন মাস্ককে ছাড়িয়ে যান। বিলাসবহুল পণ্য LVMH এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা তিনি। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার। ১৯৪৯ সালের ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর রবেইস্কের এক ব্যবসায়ী পরিবারে জন্ম আর্নল্টর। তার পরিবারের ভবন নির্মাণের ব্যবসা ছিল। ফ্রান্সের বিখ্যাত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইকোল পলিটেকনিক থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ১৯৮৭ সালে Louis Vuitton থেকে নিয়ে LVMH গ্রুপ গঠিত হওয়ার বছর দুয়েক পর ১৯৮৯ সালে আর্নল্ট এই কোম্পানির শেয়ারের উল্লেখযোগ্য অংশ কিনে নেন।
বার্নার্ড জিন ইতিয়েন আর্নাল্ট একজন ফরাসি ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং শিল্প সংগ্রাহক। তখন থেকেই তিনি LVMH এর চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিন দশকের বেশি সময় ধরে বার্নার্ড আর্নল্ট LVMH কে বিলাসবহুল শৌখিন পণ্যের শীর্ষ ব্র্যান্ডে পরিণত করেছেন। শ্যাম্পেন, ওয়াইন, ফ্যাশনেবল পোশাক, চামড়াজাত পণ্য, ঘড়ি, গয়না, প্রসাধনী ও পারফিউম পণ্যের বিরাট সম্ভার আছে LVMH এর। বর্তমানে সারা বিশ্বে LVMH এর সারে পাঁচ হাজার শাখা আছে। ব্যক্তিজীবনে বার্নার্ড আর্নল্ট দুইবার বিয়ে করেছেন এবং তার পাঁচ সন্তান রয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আর্নল্টের পরিবারের প্রত্যেকেই তার প্রতিষ্ঠান এলভিএমএইচ বা এর অন্তর্ভুক্ত কোন ব্র্যান্ডের ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত। Arnault Agache (প্রাক্তন Groupe Arnault), হোল্ডিং কোম্পানি যে LVMH এর ৪৮% এবং এর ভোটিং অধিকারের ৬৩% মালিকানায় ৮১% অংশীদারিত্ব ধারণ করেছে।
ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইলোন মাস্কের নাম। তার মোট সম্পদের পরিমাণ দুইশ ২০৪.৭ বিলিয়ন ডলার। বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার সিইও ইলন মাস্ক। একইসঙ্গে তিনি মহাকাশ বিষয়ক প্রতিষ্ঠান স্পেসএক্সের সিইও ও চেয়ারম্যান। আরও বেশ কিছু প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছেন তিনি। মূলত করো’না মহামারীর সময়ে বিশ্ব জুড়ে পরিবেশ সচেতনতায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ে। এতে বিপুল অঙ্কের মুনাফা ঘরে তোলেন ইলন মাস্ক। তালিকার তৃতীয় হয়েছেন জেফ বেজোস। তার মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার। তালিকার শীর্ষ দশে থাকা ৯ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১ তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার। ভারতের আরেক ধনকুবের গৌতম আদানির ১৬ তম স্থানে রয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন ডলার। এছাড়া ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নার দের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি হলেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবারের মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ইলোন মাস্ক মোট সম্পদের পরিমাণ দুইশ ২০৪.৭ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের জেফ বেজোস মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ১৪২.২ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের মার্ক জাকারবার্গ যার মোট সম্পদের পরিমাণ ১৩৯.১ বিলিয়ন ডলার। ষষ্ঠ অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট যার মোট সম্পদের পরিমাণ ১২৭.২ বিলিয়ন ডলার। সপ্তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের ল্যারি পেজ, যার মোট সম্পদের পরিমাণ ১২৭.১ বিলিয়ন ডলার। অষ্টম অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের বিল গেটস যার মোট সম্পদের পরিমাণ ১২২.৯ বিলিয়ন ডলার। এ ছাড়া নবম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের সের্গেই ব্রিন যার মোট সম্পদের পরিমাণ ১২১.৭ বিলিয়ন ডলার এবং সর্বশেষ দশম অবস্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের স্টিফ বলমার যার মোট সম্পদের পরিমাণ একশ ১১৮.৮ বিলিয়ন ডলার।
বার্নার্ড আর্নল্ট দিনে কত ঘন্টা কাজ করেন? এই পশ্নের উত্তরে তার বড় সন্তান ডেলফাইন আর্নল্ট, লুই ভিটনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, ফোর্বসকে বলেছেন যে বার্নার্ড আরনল্ট ২৪ ঘন্টা কাজ করেন। "যখন সে ঘুমায়, সে নতুন ধারণার স্বপ্ন দেখে।" বয়স স্পষ্টতই তার জয়ের আকাঙ্ক্ষাকে কমিয়ে দেয়নি। বার্নার্ড আর্নল্ট লুই ভিটন এবং সেফোরা সহ ৭৫ টি ফ্যাশন এবং প্রসাধনী ব্র্যান্ডের LVMH সাম্রাজ্যের তত্ত্বাবধান করেন। LVMH ২০২১ সালে আমেরিকান জুয়েলার্স Tiffany & Co অধিগ্রহণ করে $15.8 বিলিয়ন, যা এখন পর্যন্ত সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড অধিগ্রহণ বলে মনে করা হয়। শুধু ইউরোপ নয় ১৯৯২ সালে চীনের বেইজিংয়ে লুই ভিটনের শোরুম খুলে এশিয়ার বৃহত্তম বাজারে বাজারেও নিজের আধিপত্য জানান দেন ইউরোপের এই ধনকুবের। বিলাসবহুল পণ্যের চাহিদা ক্রমবর্ধমানভাবে বাড়ার কারণে ২০২৩ সালে LVMH এর শেয়ারদর ৩০ শতাংশ বেড়ে যাওয়ায় আর্নল্টের সম্পদ বেড়েছে ৩৯ বিলিয়ন ডলার। ফোর্বস ম্যাগাজিন।
আই নিউজ/আর
আরও পড়ুন
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’