আন্তর্জাতিক ডেস্ক
নির্বাচিত হলে চীনা পণ্যে ৬০ শতাংশ কর আরোপ করবেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যতো ঘনিয়ে আসছে ততোই আলোচনায় সামনে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে বাইডেনকে হারিয়ে আবারও আমেরিকার গদিতে বসতে পারেন ট্রাম্প। ফলে বিশ্ব রাজনীতিতেও বদলে যেতে পারে অনেক সমীকরণ। এরিমধ্যে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের সব আমদানি পণ্যের ওপর ৬০ শতাংশের বেশি শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করবেন।
ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য বিষয়ে উত্তেজনা বিরাজ করছে। সানডে মর্নিং ফিউচার্স এ ফক্স নিউজের মারিয়া বার্টিরোমো ট্রাম্পকে প্রশ্ন করেন তিনি ৬০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করবেন কিনা।
জবাবে ট্রাম্প বলেন- না, আমি বলব সম্ভবত এটির চেয়ে বেশি হতে চলেছে।
প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প ২০১৮ সালের জুনে ৫০ বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। বেইজিংও তার নিজস্ব পণ্যে শুল্ক আরোপ করেছিল। ২০২০ সালে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত ছিল। পরে বাইডেন প্রশাসন ট্রাম্প-আমলের শুল্ক বহাল রাখে।
সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, তিনি মনে করেন চীন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করবে।
ট্রাম্প বলেন, আমি মনে করি তারা করবে, এবং তারা আমার পক্ষে হস্তক্ষেপ করবে না। আমাদের মেইল-ইন ব্যালটে যাওয়া উচিত নয়। একই দিনে কাগজের ব্যালট, ভোটার আইডি দিয়ে ভোট প্রদান করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন ইতিহাসের আলোচিত এই প্রেসিডেন্ট।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’