আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১০:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
অ্যালেক্সাই নাভালনির মৃত্যু, পুতিনকে দোষছে আমেরিকা
রাশিয়ার বিরোধী দলীয় নেতা পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি। ছবি- GETTY IMAGES
অ্যালেক্সাই নাভালনি পুতিন সরকারের সবচেয়ে বিপজ্জনক বিরোধী দলীয় নেতা। দীর্ঘদিন ধরে তাঁকে সাইবেরিয়ার একটি কারাগারে আটকে রেখেছে রাশিয়া। এবার সেই কারাগারেই মৃত্যু হয়েছে এই বিরোধী নেতার। আর এ মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে দায়ী করছে মার্কিন যুক্তরাষ্ট্র (আমেরিকা)।
অ্যালেক্সাই নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, নাভালনির মৃত্যুর খবর তাকে বিস্মিত করেনি, তবে এতে তিনি ক্ষুব্ধ।
এদিকে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মৃত্যকে কেন্দ্র করে রাস্তায় বিক্ষোভ করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন। গতকাল শুক্রবার পুতিনের এই কট্টর সমালোচকের মৃত্যুর কয়েক ঘণ্টা পর রুশ সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার কারাগারে নাভালনি মারা গেছেন বলে শুক্রবার রুশ কর্তৃপক্ষ ঘোষণা করার পরে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা ঠিক কী ঘটেছে তা জানি না। তবে এতে কোনো সন্দেহ নেই যে, নাভালনির মৃত্যু পুতিন ও তার গুণ্ডারা যা করেছিল তারই ফল ছিল।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী নাভালনি গত এক দশকে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটি কারাগারে বন্দী রাখা হয়েছিল তাকে। শুক্রবার তার মৃত্যু হয়। রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, হাঁটাহাঁটি করার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্স এসেছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
বাইডেন বলেন, রুশ কর্মকর্তরা তাদের নিজস্ব গল্প বলবে। কিন্তু এ ব্যাপারে ভুল করার কোনো অবকাশ নেই নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী।
পুতিনের সরকারের দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে সাহসীভাবে দাঁড়ানোর জন্য প্রয়াত নাভালনির প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাইডেন জানান, তিনি রাশিয়াকে শাস্তি দেওয়ার জন্য অতিরিক্ত পদক্ষেপের ‘বিবেচনা’ করছেন।
মার্কিন কর্মকর্তারা নাভালনির মৃত্যুর বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে, নাভালনির মৃত্যুকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে।
তবে মৃত্যুর এ ঘটনায় নাভালনির আইনজীবী লেওনিড সলোভিওভ কোনো মন্তব্য করেননি। তবে তাঁর মুখপাত্র কিরা ইয়ারমিস বলছেন, তারা এখনো মৃত্যুর তথ্য নিশ্চিত করতে পারেননি।
রাশিয়ায় যেভাবে আলোচিত অ্যালেক্সাই নাভালনি
রাজনৈতিক ক্যারিয়ারে বেশিরভাগ সময় পুতিনের সমালোচনা করেছেন নাভালনি। ২০২০ সালে সার্বিয়ায় নাভালনিকে বিষাক্ত রাসায়নিক প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে জার্মানি নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয় নাভালনিকে।
গত ডিসেম্বরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, অ্যালেক্সাই নাভালনি কারাগার থেকে নিখোঁজ হয়েছেন। ৬ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন বলে জানান তাঁর আইনজীবীরা।
নিজের বিরুদ্ধে সব অভিযোগই অস্বীকার করেছেন এই নেতা। নাভালনি ও তাঁর সমর্থকেরা এসব অভিযোগ ভুয়া বলে দাবি করে আসছেন। এরই মধ্যে নাভালনি ও তাঁর দলের নেতা-কর্মীদের চরমপন্থী হিসেবে ঘোষণা করেছে রুশ প্রশাসন।
নাভালনির মৃত্যুকে ঘিরে রাশিয়ায় বিক্ষোভ করলেই ব্যবস্থা
এদিকে রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির মৃত্যকে কেন্দ্র করে রাস্তায় বিক্ষোভ করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পুতিন প্রশাসন। গতকাল শুক্রবার পুতিনের এই কট্টর সমালোচকের মৃত্যুর কয়েক ঘণ্টা পর রুশ সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে রুশ কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার বিরোধী দলীয় নেতা পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সাই নাভালনি ইয়ামালো-নেনেটস অঞ্চলের কারাগারে কারাগারে মারা গেছেন। তবে নাভালনির মৃত্যুর কারণ নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।
মস্কোতে অবস্থিত প্রসিকিউটরের কার্যালয় জানায়, তারা মস্কোর কেন্দ্রে একটি গণ সমাবেশের খবর পায়। আইন লঙ্ঘনের বিরুদ্ধে সতর্কতা করার জন্যই এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’