Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ১২ মার্চ ২০২৪

পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি

ছবি- আল জাজিরা

ছবি- আল জাজিরা

হাইতিতে কয়েক সপ্তাহ ধরে চলা স হিং স তা র জের ধরে দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গুয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা। 

গত সোমবার (১১ মার্চ) জ্যামাইকায় হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য আঞ্চলিক নেতারা মিলিত হন। এর পরেই এমন খবর পাওয়া গেল।

চলতি মাসের শুরুর দিকে রাজধানীর দুইটি কারাগারে হামলা চালায় গ্যাংরা। সে সময় হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তার ফিরে আসায় বাধা দিতে বিমানবন্দরে হামলা চালায় গ্যাংরা। ফলে তিনি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকা পড়েছেন। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে গ্যাং দলগুলো।

প্রেসিডেন্ট মইসি হ ত্যা র পর থেকেই ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়