Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ২৮ মার্চ ২০২৪

সৌদির রুমি আল-কাহতানি, কে এই সুন্দরী?

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা সৌদি আরব থেকে অংশ নেওয়া প্রথম মডেল রুমি আল-কাহতানি। ছবি- সংগৃহীত

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা সৌদি আরব থেকে অংশ নেওয়া প্রথম মডেল রুমি আল-কাহতানি। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখিয়ে দুনিয়া মাত করে ফেলেছেন সৌদি আরবের সুন্দরি রুমি আল-কাহতানি। যদিও এখনো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর শুরু হয়নি। কিন্তু, সৌদি সুন্দরী রুমি আল-কাহতানিকে নিয়ে চর্চা শুরু হয়ে গেছে এরিমধ্যে। সবার জানতে চাইছে, হঠাৎ আলোচনায় আসা কে এই সৌদি সুন্দরী? 

আগামী সেপ্টেম্বর মাসে মেক্সিকোতে প্রতিযোগিতার এ আসর অনুষ্ঠিত হবে। নিজের ইনস্টাগ্রামে এ ব্যাপারে রুমি আল-কাহতানি একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘মিস ইউনিভার্স ২০২৪-এ অংশ নিতে পেরে আমি সম্মানিত। এটি সৌদি আরবের প্রথম অংশগ্রহণ।’ এরপর থেকেই রুমি আল-কাহতানিকে নিয়ে শুরু হয়েছে নেটিজেনদের তথ্য সন্ধান। জানতে চাইছেন রুমি আল-কাহতানির বিস্তারিত পরিচয়। তবে আপাতপক্ষে এই মডেলের ইনস্টা আইডি ছাড়া বিস্তারিত জানার তেমন কোনো উপায় নেই। ইনস্টাগ্রাম থেকে এরিমধ্যে এই সৌদি সুন্দরীর ব্যাপারে বেশকিছু তথ্য জানা গেছে।  

একটা তথ্য জানিয়ে রাখি, সৌদির এই সুন্দরী ড়ূমী আল-কাহতানি এরিমধ্যে বেশকিছু সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেছেন। এরমধ্যে মিস আরব ওয়ার্ল্ড পিস, মিস ওমান, মিস মিডল ইস্টসহ আরও বেশ কিছু বড় বড় ইভেন্টে সৌদি আরবের প্রতিনিধিত্ব করেছেন রুমি আল-কাহতানি। 

ইনস্টাগ্রামে রুমির আল কাহতানি'র রয়েছে লাখ লাখ অনুসারী। আর এক্সে (পূর্বের টুইটারে) রয়েছে দুই হাজারের বেশি অনুসারী। স্ন্যাপচ্যাটেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই সৌদি সুন্দরীকে।

আরব আমিরাত, মিশর, ইতালিসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয় করছেন তিনি। জানা গেছে, ভ্রমণ প্রীতি রয়েছে রুমি আল-কাহতানির। সম্প্রতি তার পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, দুবাইয়ের একটি রুপটপ পুলে অবকাশ যাপন করছেন এই সুন্দরী।

ডিজাইনার জুয়েলারি সংগ্রহ করতে ভালোবাসেন রুমি আল-কাহতানি। রুমি ইনস্টাগ্রামে শুধুমাত্র প্রতিযোগিতার ছবিই আপলোড করেন না। একটু ঘাঁটতেই দেখা যায়, সৌদি এই সুন্দরী নিখুঁত ও ডিজাইনার গয়না পরতে বেশ ভালোবাসেন। কার্তিয়ারের ব্রেসলেট থেকে শুরু করে বুলগেরির গয়না, সবই খুঁজে খুঁজে নিজের গয়নার বাক্সে রাখেন তিনি।

পারিবারিক বন্ধন যে রুমির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সেটাও বুঝা যায় তার নিউজফিড দেখে। দুই বোন রাজান ও জেদাইয়ের সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়