Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ৮ এপ্রিল ২০২৪
আপডেট: ২১:৫৩, ৮ এপ্রিল ২০২৪

সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবে আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

 

সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, আগামীকাল মঙ্গলবার দেশটিতে শেষ রোজা হবে। তার পরদিন শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করা হবে। সৌদি আরবে আজ চাঁদ না দেখায় জ্যোতির্বিদদের কথাই সত্যি হলো।  তথ্যসূত্র : গালফ নিউজ

এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে।

আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। 

পবিত্র রমজান এখন শেষ দিকে। গণনা শুরু হয়েছে রমজান ২৯ দিনের হবে নাকি ৩০ দিনের। সে হিসেব মাথায় রেখে শুরু হয়ে গেছে ঈদ উদযাপনের প্রস্তুতি। চলছে ঈদের চাঁদ দেখার তোড়জোড়। কারণ কবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর।

এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিদরা জানান,  সৌদি আরবসহ তার পার্শ্ববর্তী দেশগুলোতে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। 

চন্দ্রবর্ষ হিসেবে প্রতিটি মাসই ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে। 

সৌদি আরবে গত ১০ মার্চ ১৪৪৫ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যায়। ১১ মার্চ থেকে শুরু হয় রোজা। গত বছর সৌদিতে রমজান মাস ২৯ দিনের হয়েছিল। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়