Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫, ৪ মে ২০২৪

ইসরায়েলের সঙ্গে যু-দ্ধ-বি-র-তি-তে রাজি হয়েছে হামাস 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ হা ম লা চালিয়ে যাওয়া দখলদার ইসরায়েলের সঙ্গে যু-দ্ধ-বি-র-তি-তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী স শ স্ত্র গো ষ্ঠী হামাস। নতুন কোনো বাধা সৃষ্টি না হলে যেকোনো সময় আসতে পারে যু দ্ধ বি র তির ঘোষণা।

শনিবার (০৪ মে) ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যু দ্ধ বি র তি র চুক্তির প্রথম ধাপ কার্যকরে রাজি হয়েছেন হামাসের নেতারা।

সৌদি আরবের সংবাদমাধ্যম আশফাকও জানিয়েছে, জিম্মি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে দুই পক্ষ এবং হামাস এ ব্যাপারে কয়েক ঘণ্টার মধ্যে ঘোষণা দেবে।

নাম প্রকাশ না করার শর্তে আল-কুদসকে হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াই যু দ্ধ বি র তি র প্রথম ধাপে রাজি হয়েছেন তারা। এই কর্মকর্তা আরো জানিয়েছেন, যু দ্ধ বি র তি র প্রথম ধাপে শুধুমাত্র নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের ছাড়া হবে। তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে। এই বিষয়টি কাজে লাগিয়ে যু দ্ধ বি র তি র পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেবেন তারা।

এ দুটি সংবাদমাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জি ম্মি ও যু দ্ধ বি র তি র তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে।

তবে, অপর ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ জানিয়েছে, আরব সংবাদমাধ্যমগুলোতে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে— এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়